ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

দীর্ঘ ছয় বছর পর জিয়াউর রহমানের মাজারে খালেদা জিয়া

২০২৫ অক্টোবর ০৯ ০০:২৮:১৫

দীর্ঘ ছয় বছর পর জিয়াউর রহমানের মাজারে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার (৮ অক্টোবর) রাত ১১টায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন। শেরেবাংলা নগরে অবস্থিত মাজারে তিনি কুরআন তিলাওয়াত করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে মাজার জিয়ারত শেষে রাত ১১টা ১৫ মিনিটের দিকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দলের সম্পাদকমণ্ডলীর এক নেতা জানান, ম্যাডাম হঠাৎ করেই মাজার জিয়ারতের সিদ্ধান্ত নেন, যার কারণে আগে থেকে দলের অন্যদের জানানো হয়নি। আরেক নেতা উল্লেখ করেন, ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে খালেদা জিয়া মাজার জিয়ারত করেছিলেন। অসুস্থতার কারণে কারামুক্তির পর তিনি মাজারে যেতে পারেননি, তবে এখন স্বাস্থ্যগতভাবে আগের চেয়ে সুস্থ আছেন।

আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, খালেদা জিয়া রাত ১১টার আগে মাজারে আসেন এবং জিয়ারত শেষে ফিরে যান। এর আগে রাত ৯টার দিকে চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, ম্যাডামের অবস্থা এখন আগের তুলনায় ভালো এবং তিনি কিছুটা খাওয়া-দাওয়া করতে পারছেন। চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যাপারে প্রস্তুতি আছে এবং মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়া গেলে তা বাস্তবায়ন করা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত