ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া: সরকার নিল নতুন সিদ্ধান্ত!

২০২৫ অক্টোবর ০৮ ১৯:৪৪:৩৬

শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া: সরকার নিল নতুন সিদ্ধান্ত!

নিজস্ব প্রতিবেদক: সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধির পূর্বের পরিপত্র বাতিল করার পরিকল্পনা নিয়েছে। শিক্ষক-কর্মচারীদের দাবি অনুযায়ী ভাড়া শতাংশ হারে বাড়ানো হবে।

বুধবার (৮ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার এক হাইলি কনফিডেন্সিয়াল সভায় বিষয়টি নিয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং শিক্ষা সচিব রেহেনা পারভীন উপস্থিত ছিলেন।

এক উর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধি করার প্রস্তাব পাঠানো হয়েছে। শিক্ষা উপদেষ্টা অনুরোধ করেছেন, প্রস্তাবের সর্বোচ্চ সুবিধা যেন শিক্ষক-কর্মচারীরা পান। বেতন ও বাড়ি ভাড়া কম হওয়ায় এই বাড়ি ভাড়া বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে কর্মকর্তা বলেন, শিক্ষা উপদেষ্টা শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বাড়ানোর কথা বলেছেন। এটি বাস্তবায়ন হলে পূর্বের পরিপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

এর আগে শিক্ষা ও অর্থ উপদেষ্টা শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে বৃদ্ধির বিষয়ে বৈঠক করেছিলেন। বুধবার বিকেল ৫টায় অর্থ উপদেষ্টার কক্ষে সভা শুরু হয়।

অন্যদিকে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া চেয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে। জোটের ব্যানারে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সংগঠনও যুক্ত হবে। শিক্ষক নেতারা পরিকল্পনা করেছেন, ঢাকায় কয়েক লাখ শিক্ষকের সমাগম ঘটানোর।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, সরকারকে আমরা ১০ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি। এই সময়সীমার মধ্যে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ২০ শতাংশ করার প্রজ্ঞাপন জারি করতে হবে। তা না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত