ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়নে ‘ভিন্নমতকেও গুরুত্ব’ দেবে কমিশন: আলী রীয়াজ

২০২৫ অক্টোবর ০৮ ১৭:৫৫:৪১

জুলাই সনদ বাস্তবায়নে ‘ভিন্নমতকেও গুরুত্ব’ দেবে কমিশন: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়ায় রাজনৈতিক দলের ভিন্নমতের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, যদিও সব দল একভাবে সম্মত নয়, তবে জনগণের চূড়ান্ত মত নেওয়ার সময় এসব আপত্তি স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় কমিশনের পঞ্চম বৈঠকে তিনি বলেন, জুলাই সনদের বিভিন্ন ধারা নিয়ে কিছু দল নোট অব ডিসেন্ট দিয়েছে। আমরা মনে করি, শুধুমাত্র দলীয় অবস্থান নয়, অন্যান্য বিবেচনাও এখানে প্রাসঙ্গিক। তাই জনগণের সম্মতি নিশ্চিত করার ক্ষেত্রে এই ভিন্নমতগুলো প্রতিফলিত হতে হবে।

অধ্যাপক রীয়াজ আরও জানান, কমিশন সব দলের মতামত ও আপত্তি পর্যবেক্ষণ করে চূড়ান্ত প্রস্তাব তৈরি করবে এবং তা সরকারের কাছে সুপারিশ করা হবে। তিনি বলেন, যদি রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্ট প্রস্তাব দেন, কমিশন সরকারকে সেটাই উপস্থাপন করবে এবং আমরা আশা করি সেটিই বাস্তবায়িত হবে।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক ঐকমত্য ইতোমধ্যেই তৈরি হয়েছে এবং কমিশন এখন গণভোটের চূড়ান্ত কাঠামো নির্ধারণে কাজ করছে। প্রথম বৈঠকেই অনেকের মনে সংশয় ছিল আমরা এক জায়গায় আসতে পারব কি না। তবে আমরা অনেকদূর এগিয়েছি এবং বাকি পথ সবাই মিলে পার হতে পারব।

অধ্যাপক রীয়াজ উল্লেখ করেন, ১০ অক্টোবরের মধ্যে কমিশনের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে এবং ১৫-১৬ অক্টোবরের মধ্যে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

বৈঠকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি অংশ নেন। লক্ষ্য—জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সর্বসম্মত রোডম্যাপ তৈরি করে তা সরকারের কাছে পেশ করা।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত