ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
স্ক্যানের আগে সতর্ক থাকুন, নাহলে ফাঁদে পড়বেন

নিজস্ব প্রতিবেদক :বর্তমান ডিজিটাল যুগে নানা কাজেই আমরা নিয়মিত কিউআর কোড ব্যবহার করি—রেস্তোরাঁয় বসে মেনু দেখা, ওয়াইফাই সংযোগ, পেমেন্ট কিংবা ওয়েবসাইটে লগইন—সবকিছুতেই এটি সময় বাঁচায় ও সুবিধা এনে দেয়। কিন্তু ঠিক এই সহজ পদ্ধতিই অসতর্ক ব্যবহারে আপনাকে ফেলতে পারে বড় ধরনের সাইবার প্রতারণায়।
বিশেষজ্ঞদের মতে, এখন অনেক হ্যাকার নকল কিউআর কোড বানিয়ে মানুষের ডিভাইসে ভাইরাস পাঠানো বা ফিশিং সাইটে নিয়ে যাওয়ার মাধ্যমে তথ্য হাতিয়ে নিচ্ছে। তাই কিউআর কোড স্ক্যানের আগে কিছু বিষয়ে সচেতন থাকা জরুরি।
প্রথমেই খেয়াল করুন, কোডটি দেখতে স্বাভাবিক কিনা। অনেক সময় প্রতারকরা আসল কিউআর কোডের ওপর স্টিকার দিয়ে নিজেদের ভুয়া কোড লাগিয়ে দেয়। পার্কিং লট, ব্যস্ত রেস্তোরাঁ বা খোলা জায়গায় পোস্টার আকারে লাগানো কোডের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকা উচিত।
এছাড়া কোডের উৎস যাচাই করাও গুরুত্বপূর্ণ। ইমেইল বা মেসেজে পাওয়া কোনো কিউআর কোড ব্যবহার করার আগে প্রেরক ও সোর্স নিশ্চিত করুন। সন্দেহজনক লোগো, বানান ভুল বা অদ্ভুত ভাষা দেখলে সেটি ব্যবহার না করাই ভালো।
স্ক্যান করার পর প্রাপ্ত লিংকে ক্লিক করার আগে URL ভালোভাবে দেখে নিন। অফিসিয়াল ওয়েবসাইট সাধারণত তাদের ব্র্যান্ডের সঙ্গে মিল রেখে লিংক তৈরি করে। অচেনা শব্দ বা বানান থাকলে সেটি ভুয়া হতে পারে। প্রয়োজনে Google Safe Browsing বা VirusTotal দিয়ে লিংক যাচাই করে নিতে পারেন।
আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো পারমিশন চাওয়া। কোনো কিউআর কোড স্ক্যানের পর যদি ফোনের ক্যামেরা, লোকেশন, কন্টাক্ট বা মেসেজ অ্যাক্সেস চায়, তবে সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করুন। সাধারণত কিউআর কোড এমন অনুমতি চায় না।
কিউআর কোড আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু নিরাপত্তার জায়গায় অবহেলা মানেই প্রতারণার ঝুঁকি। তাই পরবর্তীবার যখন কোনো কোড স্ক্যান করবেন, চোখ-কান খোলা রাখুন—একটু সচেতনতা আপনাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা