ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

বিষাক্ত কাশির সিরাপ: ১৪ শিশুর মৃত্যু ও জাতীয় আতঙ্ক

২০২৫ অক্টোবর ০৭ ১৬:৫৭:১৭

বিষাক্ত কাশির সিরাপ: ১৪ শিশুর মৃত্যু ও জাতীয় আতঙ্ক

ডুয়া ডেস্ক : ভারতে ‘বিষাক্ত’ কাশির সিরাপ কোল্ডরিফ খাওয়ায় মধ্যপ্রদেশ ও রাজস্থানে ১৪ শিশুর মৃত্যু ঘটেছে, যা ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। এই ঘটনায় মধ্যপ্রদেশের চিকিৎসক প্রবীণ সোনিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তামিলনাড়ুর ড্রাগ কন্ট্রোল দফতরের তদন্তে প্রকাশিত হয়েছে, কোল্ডরিফ সিরাপ উৎপাদনকারী সংস্থায় মারাত্মক স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ। তদন্তে দেখা গেছে, কারখানার পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর, উৎপাদন প্রক্রিয়ায় ন্যূনতম পরিষ্কার-পরিচ্ছন্নতার মানও মানা হয়নি। এছাড়া ৩৫০টিরও বেশি নিয়ম ভঙ্গের প্রমাণ মিলেছে, এবং উৎপাদনে দক্ষ কর্মী, পর্যাপ্ত যন্ত্রপাতি ও নিরাপদ উৎপাদন ব্যবস্থার অভাব ধরা পড়েছে।

তদন্তে আরও পাওয়া গেছে, সিরাপে বিষাক্ত উপাদান ‘প্রোপিলিন গ্লাইকোল’ ও ‘ডাই-ইথিলিন গ্লাইকোল’ রয়েছে। প্রোপিলিন গ্লাইকোল সাধারণত সীমিত পরিমাণে খাদ্য, ওষুধ ও প্রসাধনীতে ব্যবহার করা হয়, কিন্তু বেশি পরিমাণে এটি বিষাক্ত। তদন্তে দেখা গেছে, সংস্থাটি ৫০ কেজি প্রোপিলিন গ্লাইকোল কিনেছে কোনও বৈধ ইনভয়েস ছাড়াই, যা সম্পূর্ণ বেআইনি।

মধ্যপ্রদেশ প্রশাসন ১৪ শিশুর মৃত্যুর পর কোল্ডরিফ সিরাপের বিক্রি ও ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। কেরালার স্বাস্থ্য দফতর ১২ বছরের কম বয়সি শিশুদের চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো সিরাপ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। কর্নাটক সরকারও হাসপাতাল ও ক্লিনিকগুলোর কাছে পরামর্শ দিয়েছে, দুই বছরের কম বয়সী শিশুদের কাশি বা ঠান্ডার সিরাপ না দেওয়ার জন্য।

এই পরিস্থিতিতে মঙ্গলবার সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী বিশাল তিওয়ারি মামলা দায়ের করেছেন। মামলাকারীর দাবি, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি গঠন করে পুরো ঘটনার তদন্ত করা হোক।

সঙ্গে তিনি সুপারিশ করেছেন, ‘বিষাক্ত’ সিরাপটি গোটা দেশে নিষিদ্ধ করা হোক এবং সব ব্যাচ প্রত্যাহার করা হোক। এছাড়া তিনি কেন্দ্রকে নির্দেশ দেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ধরনের ঘটনা পুনরায় না ঘটে। মামলাকারীর মতে, নিম্নমানের সিরাপকে অনুমোদন দেওয়ার পদ্ধতিও খতিয়ে দেখা উচিত।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত