ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

ডা. তাহের জাতিসঙ্ঘ অধিবেশন শেষে দেশে ফিরেছেন

২০২৫ অক্টোবর ০৭ ১৪:২৫:৩৯

ডা. তাহের জাতিসঙ্ঘ অধিবেশন শেষে দেশে ফিরেছেন

মো: আবু তাহের নয়ন:বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

অবতরণের পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের উদ্দেশে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন ডা. তাহের।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে তিনি ২২ সেপ্টেম্বর রাতে জাতিসঙ্ঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন।

বিমানবন্দরে ডা. তাহেরকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মাদ শাহজাহানসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং চৌদ্দগ্রামের বিপুলসংখ্যক নেতাকর্মী।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত