ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

এইচএসসি উত্তরপত্র জমার শেষ সময় ঘোষণা

২০২৫ অক্টোবর ০৭ ১৪:২৪:৪৫

এইচএসসি উত্তরপত্র জমার শেষ সময় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি ঘিরে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা। উত্তরপত্র ও ওএমআর ফরম জমাদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে বোর্ড। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বরের মধ্যে সব খাতা ও ওএমআর নির্ধারিত কেন্দ্রে জমা দিতে হবে বলে জানানো হয়েছে। সময়সীমা অতিক্রম করলে কোনোভাবেই এসব কাগজপত্র গ্রহণ করা হবে না।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা ‘অতীব জরুরি’ এক অফিস আদেশে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব পরীক্ষক এখনো নির্ধারিত তারিখে প্রধান পরীক্ষকের কাছে উত্তরপত্র জমা দেননি, তাদের ৯ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর যেসব প্রধান পরীক্ষক নির্ধারিত সময়সীমা পার করেও ওএমআর ফরম জমা দেননি, তাদের ১০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার সেন্টারে জমা দিতে বলা হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, উত্তরপত্র ও ওএমআর জমা দিতে দেরি হলে ফল প্রস্তুতের কাজে বাধা সৃষ্টি হবে, যা নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশে প্রভাব ফেলতে পারে।

এর আগে মঙ্গলবার সকালেই পরীক্ষা নিয়ন্ত্রক জানান, দেশের সব শিক্ষা বোর্ডে খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। বর্তমানে ফল প্রস্তুতের কারিগরি ধাপ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বলেন, “১৮ অক্টোবর ৬০ দিন পূর্ণ হয়। আমরা এর আগেই ফল প্রকাশ করব। তবে নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তারিখ নির্ধারিত হলে জানানো হবে।”

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে ১৯ আগস্ট। পরে ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এ বছর ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

এক এগারোর সরকার নিয়ে যা বললেন তারেক রহমান

এক এগারোর সরকার নিয়ে যা বললেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: এক এগারোর সরকার অসৎ উদ্দেশ্যপ্রণোদিত একটি সরকার ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া... বিস্তারিত