ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

আজ ঘোষণা হবে এলপিজির নতুন মূল্য

২০২৫ অক্টোবর ০৭ ১২:০১:১৬

আজ ঘোষণা হবে এলপিজির নতুন মূল্য

নিজস্ব প্রতিবেদক :অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির নতুন মূল্য ঘোষণা করা হবে।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত অক্টোবর মাসের সৌদি সিপি অনুযায়ী দাম সমন্বয় করা হবে। গত ২ সেপ্টেম্বর ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে, আগস্টে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা এবং অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

জুনে ভোক্তাপর্যায়ে এলপিজি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ থেকে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২ জুলাই ২৩ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানো হয়। ওই সময় ১২ কেজির দাম ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয় এবং অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা ঠিক করা হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম চার দফায় কমেছে এবং সাত দফায় বেড়েছে। গত বছরের বিভিন্ন মাসে, বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বাড়ানো হয়েছিল, আর এপ্রিল, মে, জুন ও নভেম্বরে দাম কমানো হয়েছিল। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।

আজকের ঘোষণার মাধ্যমে জানা যাবে, অক্টোবর মাসে গ্রাহকরা এলপিজি ব্যবহার করতে গিয়ে কতটা খরচের মুখোমুখি হবেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত