ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

পূজার উচ্ছ্বাসে ম’দপান, ঢাকা মেডিকেলের মেধাবী ছাত্রী হা’রাল জীবন

২০২৫ অক্টোবর ০৬ ১৮:৪২:২১

পূজার উচ্ছ্বাসে ম’দপান, ঢাকা মেডিকেলের মেধাবী ছাত্রী হা’রাল জীবন

মো: আবু তাহের নয়ন: মানিকগঞ্জের নন্দিনী রানী সরকার, যিনি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার মেধাতালিকায় ১৩৩তম স্থান অর্জন করেছিলেন, তার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে দরিদ্র পরিবারের ভাগ্য উজ্জ্বল করা। এই সফলতার পর তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। তবে এবারের দুর্গাপূজা তার স্বপ্নকে ভেঙে দিয়েছে।

রোববার (৫ অক্টোবর) ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, পূজা উদযাপনে তিনি ঝিনাইদহে মামার বাড়িতে গিয়েছিলেন। বিজয়া দশমীর দিনে বান্ধবীদের সঙ্গে প্রতিমা বিসর্জনে গিয়ে তিনি মদপান করেন। এর পর অসুস্থ হয়ে পড়লে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অবস্থার উন্নতি হলে বাড়ি ফিরিয়ে আনা হয়। পরের দিন আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

পরিবারের সদস্যরা জানান, নন্দিনী সরকার সপরিবারে প্রতি বছর শৈলকুপার ভান্ডারিয়া গ্রামে দুর্গাপূজা উদযাপন করতেন। নন্দিনীর নানা জানিয়েছেন, বান্ধবীদের সঙ্গে বিসর্জনের সময় তারা মদপান করেছিলেন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুম খান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার তদন্ত সাপেক্ষে মদ বিক্রেতাকে আটকের কার্যক্রম শুরু করেছে পুলিশ।

এই দুঃখজনক ঘটনায় আমাদের মনে করিয়ে দেয়, বিশেষ করে তরুণদের জন্য সতর্কবার্তা যে অল্পবয়সে মদপান বা অযথা উচ্ছ্বাসে জীবনহানি হতে পারে। পরিবার, শিক্ষক ও সমাজের উচিত তরুণদের সঠিক দিকনির্দেশনা দেওয়া, দায়িত্বশীল ও সতর্ক থাকার শিক্ষা প্রদান করা।

একটি গুরুত্বপূর্ণ নীতিকথা হলো, স্বপ্ন অর্জনের পথে সঠিক এবং স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলা অপরিহার্য। মদ বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ কাজের কারণে জীবন নষ্ট হয়ে যেতে পারে। তরুণরা উচিত নিজেদের প্রতি সচেতন হওয়া এবং উৎসব উদযাপনের সময় নিয়ন্ত্রণ বজায় রাখা।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত