ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
জাতীয় নির্বাচন ইসির একার পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়: সিইসি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশনের একার পক্ষে এ বিশাল কর্মযজ্ঞ সামাল দেওয়া সম্ভব নয় এর জন্য গণমাধ্যম, জনগণ ও রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক সংলাপে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বিকল্প নেই। তিনি জানান, ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকেই কমিশন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। এর অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার বাদ ও ৪৫ লাখ নতুন ভোটার যুক্ত করা হয়েছে। বিশেষভাবে নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সচেতনতা মূলক প্রচারণা চালানো হয়েছে, যার ফলশ্রুতিতে নারী নিবন্ধনে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ নিয়েও কথা বলেন তিনি। সিইসি জানান, পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় প্রবাসীরা অনলাইনে নিবন্ধনের পর ভোট দিতে পারবেন। এই পদ্ধতিকে তিনি ডিজিটাল ও পোস্টাল ব্যালটের সমন্বিত শংকর ব্যবস্থা হিসেবে উল্লেখ করেন।
গণমাধ্যমের ভূমিকাকে নির্বাচনের সাফল্যের অন্যতম চাবিকাঠি আখ্যা দিয়ে সিইসি বলেন, যতই প্রস্তুতি নিই না কেন, মিডিয়া, জনগণ ও রাজনৈতিক দল ছাড়া সফল নির্বাচন সম্ভব নয়। মিডিয়া সবার জন্য সমান সুযোগ ও স্বচ্ছ পরিবেশ তৈরিতে বড় ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, আমরা চাই, একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। এজন্য ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন, যাতে তারা কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সংলাপটি পরিচালনা করেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব কে এম আলী নেওয়াজ। এতে চার নির্বাচন কমিশনারসহ দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত