ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির আদালতে চিকিৎসার আবেদন

২০২৫ অক্টোবর ০৬ ১৫:১১:৩৭

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির আদালতে চিকিৎসার আবেদন

মো: আবু তাহের নয়ন :সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য দীপু মনি তার শারীরিক অবস্থার অবনতির কারণে আদালতে চিকিৎসার আবেদন করেছেন। আদালতে তিনি জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে গুরুতর এবং উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে স্থানান্তর করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এদিকে, আইনজীবীরা আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। আদালতের এ পদক্ষেপটি সাবেক মন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় গুরুত্ববহ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদকর্মীরা এই বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। তবে আদালতের পরবর্তী শুনানির তারিখ এখনও নির্ধারিত হয়নি। এই প্রক্রিয়া সম্পর্কিত সব তথ্য আইনগতভাবে নজরদারি ও পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত