ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে , প্রতারিত হয়েছি আমরা: নাহিদ ইসলাম 

২০২৫ অক্টোবর ০৬ ১৩:২৯:১৭

উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে , প্রতারিত হয়েছি আমরা: নাহিদ ইসলাম 

নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এক টেলিভিশন সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, “উপদেষ্টাদের অনেকেই এখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করছে, তারা নিজেদের সেফ এক্সিটের পথ খুঁজছে।” তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

নাহিদ ইসলাম বলেন, তারা সরকারের উপদেষ্টা হতে চাননি, বরং জাতীয় সরকার চেয়েছিলেন। অভ্যুত্থানের পর ছাত্রদের প্রতিনিধি হয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেও সময়ের সাথে অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, গণ–অভ্যুত্থানের পর যাদের ওপর আস্থা রাখা হয়েছিল, সেই নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের নেতাদের অনেকেই সেই আস্থার প্রতিদান দেননি, বরং বিশ্বাসঘাতকতা করেছেন। “যখন সময় আসবে, তাদের নাম প্রকাশ করব,”— এমন হুঁশিয়ারিও দিয়েছেন নাহিদ।

তার এই বক্তব্যের ভিডিও ও ফটোকার্ড ভাইরাল হয়ে পড়েছে ফেসবুকে। একাত্তর টেলিভিশনের পোস্টে হাজারো প্রতিক্রিয়া ও মন্তব্যে ভরে উঠেছে সামাজিকমাধ্যম।

এদিকে একই সরকারের উপদেষ্টা হিসেবে থাকা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখনো পদে বহাল রয়েছেন। তবে নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়েছেন, “যাদের নিয়োগ করেছিল রাজপথের মানুষ, তাদের প্রতি দায়িত্বশীল না হয়ে, উপদেষ্টারা যে আচরণ করছেন, তা আমাদের অনেক ভোগাবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত