ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

জরিপে জামায়াতের উত্থান, তবে বিজয়ী বিএনপি

২০২৫ অক্টোবর ০৫ ১৪:৪৫:২০

জরিপে জামায়াতের উত্থান, তবে বিজয়ী বিএনপি

নিজস্ব প্রতিবেদক :বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে: রুমিন ফারহানা মন্তব্য করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যত এগোবে রাজনৈতিক মতামত আরও স্পষ্ট হবে। সম্প্রতি একটি টকশোতে তিনি জানান, বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে বিএনপি ব্যবধানের সঙ্গে এগিয়ে রয়েছে। তবে এই ব্যবধান আসনের ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলবে না।

রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচন যত কাছে আসবে, প্রতিটি দল ও সংগঠন নিজের সুবিধামতো কথাগুলো বলবে। আমরা অনেকগুলো জরিপ দেখেছি। যেই ফর্মুলা ব্যবহার করা হোক না কেন বা যেই সংস্থার জরিপ হোক না কেন, বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে। আসনসংখ্যা নিয়ে এখনই কিছু বলার অর্থ নেই।’

সাম্প্রতিক জরিপ অনুযায়ী, প্রায় ৩১ শতাংশ মানুষ জামায়াতকে সমর্থন করে। বিএনপিকে ভোট দেবেন ৪১ শতাংশ মানুষ। রুমিন ফারহানা বলেন, ‘জামায়াতের সমর্থন কমেছে, তবে পিআর পদ্ধতিতে এই ব্যবধান বেশি নয়। বিএনপির এগিয়ে থাকা স্পষ্ট।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বর্তমানে মাঠে নেই। তাদের ভোটগুলো বিভিন্ন দিকে বিভক্ত হবে। কেউ নৌকা প্রতীকের বাইরে ভোট দেবেন না। এই অংশ বাদ দিলে, বাকি অংশের ভোট জামায়াত, এনসিপি বা ধানের শীষের দিকে যাবে।’

রুমিন ফারহানা জরিপের ফলাফলকে চূড়ান্ত বিচার হিসেবে নেননি। তিনি বলেন, ‘জামাতের উল্লম্পন নানা কারণে হতে পারে। একটি জরিপ অনেক বিষয়ের ওপর নির্ভরশীল—কোন এলাকায়, কোন বয়সের মানুষের মধ্যে, শহরে নাকি গ্রামে। তাই নির্বাচনের আসল ফলাফল জরিপের চেয়ে ভিন্ন হতে পারে।’

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত