ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

অবৈধ নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে ইসলামী ব্যাংকে বিক্ষোভ

২০২৫ অক্টোবর ০৫ ১১:৫৭:২৩

অবৈধ নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে ইসলামী ব্যাংকে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে অদক্ষ ও অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়ে সচেতন ব্যাংকার সমাজ মানববন্ধন ও বিক্ষোভ করেছে। একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামও।

রোববার (৫ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ব্যাংকের প্রশাসনিক অস্থিতিশীলতার জন্য “পটিয়া বাহিনী ও এস আলম গ্রুপের দখলদার চক্রকে” দায়ী করেন। তারা অভিযোগ করেন, অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করেছে এবং সম্পদ ও গ্রাহকের অর্থ নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

সমাবেশে বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ দুইবার হ্যাক হওয়ার ঘটনাও এই দখলদার চক্রের ছত্রছায়ায় ঘটেছে। তারা জানান, আর কোনো অরাজকতা সহ্য করা হবে না। অবিলম্বে এসব কর্মকর্তাকে বহিষ্কার করার দাবি জানানো হয়।

অন্যদিকে বক্তারা ব্যাংকের অদক্ষ কর্মকর্তাদের ছত্রছায়ায় বড় অঙ্কের অর্থলোপাট, অর্থপাচার এবং সম্পদ বিদেশে পাচারের অভিযোগও উত্থাপন করেন। তারা সতর্ক করেন, এই অনিয়ম অব্যাহত থাকলে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা এবং দেশের বৈদেশিক মুদ্রা সংকট মারাত্মকভাবে প্রভাবিত হবে।

বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহক ফোরামের নেতারা দাবি করেন, যারা ব্যাংকটির অর্থপাচার ও ভুয়া ঋণ লোপাটে জড়িত তাদের সম্পদ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হোক। ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া, অডিট এবং গভর্নেন্স কাঠামো পুনর্গঠন করে স্বচ্ছতা নিশ্চিত করারও দাবি তোলা হয়।

বিক্ষোভশেষে তারা কেন্দ্রীয় ব্যাংক, অপরাধ তদন্ত সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক তদন্তের মাধ্যমে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করার আহ্বান জানান। এছাড়া দোষীদের আইনানুগ শাস্তি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

বক্তারা বলেন, এসব অবৈধ নিয়োগ ও অনিয়ম অব্যাহত থাকলে ব্যাংকের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হবে এবং দেশের আর্থিক স্থিতিশীলতায় গভীর প্রভাব পড়বে। তারা আরও জানান, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে ব্যাংকের ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়তে পারে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত