ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

আজ বিশ্ব শিক্ষক দিবস

২০২৫ অক্টোবর ০৫ ০৮:৪২:১৮

আজ বিশ্ব শিক্ষক দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ সারাবিশ্বের মতো বাংলাদেশেও শ্রদ্ধা ও ভালোবাসায় উদযাপিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। প্রতি বছরের মতো এবারও দিবসটি এসেছে শিক্ষকতার মহিমা ও শিক্ষকদের অবদানের স্বীকৃতি জানানোর বার্তা নিয়ে। এবারের প্রতিপাদ্য— ‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’, যা শিক্ষায় অংশীদারিত্ব, সহযোগিতা ও ঐক্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়।

১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৯৩ সালে প্যারিসে ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। পরের বছর প্রথমবারের মতো দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হয় এবং এরপর থেকে প্রতিবছর ভিন্ন প্রতিপাদ্যে বিশ্বজুড়ে এটি উদযাপিত হচ্ছে।

শিক্ষকদের শুধু পাঠদানের নয়, বরং জাতির চিন্তা, চরিত্র ও নৈতিক ভিত্তি গঠনের কারিগর হিসেবে বিবেচনা করা হয়। তাদের অবদানেই সমাজ আলোকিত হয়, প্রজন্ম পায় জ্ঞানের দিশা। তাই শিক্ষক দিবস কেবল উদযাপনের দিন নয়, বরং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও মর্যাদা প্রদর্শনের এক মহামুহূর্ত।

এই দিনটি শিক্ষকদের পেশাগত স্বাধীনতা, ন্যায্য পারিশ্রমিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানায়। তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষকতা পেশার প্রতি আগ্রহ বাড়াতেও দিবসটির রয়েছে গভীর তাৎপর্য।

দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে র‍্যালি, আলোচনা সভা, ও গুণী শিক্ষক সংবর্ধনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ সকালে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে ১২ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হবে। এর জন্য প্রাথমিকভাবে ৩৬ জন শিক্ষককে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে বাছাই করা হয়।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত