ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

"জুলাই সনদের বিরোধিতাকারীদের সঙ্গে কোনো ঐক্য নয়"

২০২৫ অক্টোবর ০৪ ২১:৫৮:৪২

"জুলাই সনদের বিরোধিতাকারীদের সঙ্গে কোনো ঐক্য নয়"

নিজস্ব প্রতিবেদক: আগামী সংসদ নির্বাচনজুলাই সনদভিত্তিক না হলে সেটি গ্রহণযোগ্য হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার জুলাই সনদের বাস্তবায়ন। ইনশাআল্লাহ, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং তা এই সনদের ভিত্তিতেই হবে এই প্রত্যাশা করছি।”

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে ফেনী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় নির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, “আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যারা এই সনদের আন্দোলনে নেই, তাদের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতার প্রশ্নই ওঠে না। আর যারা সনদ বাস্তবায়নের পথে বাধা হবে, তাদের সঙ্গে ঐক্য করা আমাদের জন্য অসম্ভব।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ যদি এখনই কার্যকর না হয়, তাহলে এটি কেবল ইতিহাসের একটি কাগজেই রয়ে যাবে। ভবিষ্যতের কোনো সরকারের ওপর আমরা নির্ভর করতে পারি না। তাই এখনই এটি বাস্তবায়নের জন্য প্রয়াস নিতে হবে এবং সেই ভিত্তিতেই আগামী নির্বাচন হওয়া উচিত।”

কর্মশালায় অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশে মামুনুল হক বলেন, “আন্দোলনকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে হলে মাঠে থেকেই দায়িত্ব পালন করতে হবে। আমাদের প্রত্যেক সদস্যকে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে তার ভিত্তিতে কাজ করতে হবে।”

তিনি জানান, খেলাফত মজলিস বর্তমানে দুটি টার্গেট নিয়ে কাজ করছে—একটি দীর্ঘমেয়াদি, অন্যটি স্বল্পমেয়াদি।

দীর্ঘমেয়াদি লক্ষ্যহলো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রে-সমাজে ইসলামী অনুশাসন কায়েম করা।

স্বল্পমেয়াদি লক্ষ্যহলো, যোগ্য নেতৃত্ব গড়ে তোলা, সুশৃঙ্খল ও আনুগত্যশীল কর্মীবাহিনী তৈরি করা এবং প্রতিটি স্তরের কর্মীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

জুলাই সনদের সঙ্গে সংযুক্ত পাঁচ দফা দাবিকে সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপনের জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। বলেন, “এই দাবিগুলো কোনো দলীয় স্বার্থে নয়; বরং ফ্যাসিবাদের রুদ্ধ দরজাগুলো খুলে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে।”

এ লক্ষ্যে ঘোষিত প্রতিটি কর্মসূচিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তিনি।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল এবং সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। আলোচনায় অংশ নেন নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজীসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

প্রশিক্ষণ শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের গুরুত্বপূর্ণ জনশক্তিকে ‘নকীব’ হিসেবে শপথ করান দলের আমির মাওলানা মামুনুল হক।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত