ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
পে স্কেল নিয়ে নতুন সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেট আকারে কার্যকর করা হবে। তিনি বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য রাজনৈতিক সরকারের অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই।
সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. সালেহউদ্দিন জানান, নতুন বেতন কাঠামোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে রাখা হবে। এর ফলে নতুন পে স্কেল আগামী বছরের মার্চ-এপ্রিল থেকে কার্যকর হবে। বাজেট সংশোধনের প্রক্রিয়া ডিসেম্বরে শুরু হবে, যেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান অন্তর্ভুক্ত থাকবে।
সরকার ২৪ জুলাই নতুন পে কমিশন গঠন করেছে। কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিশন ডিসেম্বরের মধ্যেই সুপারিশ জমা দেবে। কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে সর্বোচ্চ পদ (গ্রেড-১) এবং সর্বনিম্ন পদ (গ্রেড-২০)-এর বেতনের অনুপাত প্রায় ১০:১। নতুন কাঠামোতেও এই অনুপাত ৮:১ থেকে ১০:১ এর মধ্যে থাকবে। এছাড়া চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য ভাতাও বৃদ্ধি করা হবে।
নতুন বেতন কাঠামোর কার্যকর ও ন্যায়সঙ্গত প্রণয়নের জন্য জাতীয় বেতন কমিশন অনলাইনে মতামত গ্রহণ শুরু করেছে। চারটি ক্যাটাগরির জন্য চারটি প্রশ্নমালা তৈরি করা হয়েছে। সরকারি চাকরিজীবী, সাধারণ নাগরিক, সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতির সদস্যরা সংশ্লিষ্ট প্রশ্নমালায় অংশগ্রহণ করতে পারবেন। প্রশ্নমালাগুলো আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কমিশনের ওয়েবসাইট (paycommission2025.gov.bd) থেকে পূরণ করা যাবে। এছাড়া অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে তারা নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন।
সরকারের উদ্দেশ্য হলো মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীর বেতন সমন্বয় করা। ২৭ জুলাই গঠিত জাতীয় বেতন কমিশন ২০২৫ ২৩ সদস্যের। কমিশন আগামী ছয় মাসের মধ্যে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি কমিশনের বাইরে রাখা হয়েছে।
বর্তমানে সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী পরিচালিত হচ্ছে। এতে ২০টি গ্রেড রয়েছে এবং প্রায় ১৫ লাখ কর্মকর্তা-কর্মচারী এই পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি