ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২
মাঠে নারীর শক্তি কাজে লাগিয়ে ধানের শীষ প্রচারণা

নিজস্ব প্রতিবেদক :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মাঠ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। জামায়াতে ইসলামীসহ একাধিক রাজনৈতিক দল ভোটের প্রস্তুতি নিয়ে সরব হলেও তাদের কর্মসূচি সীমিত। এর বিপরীতে বিএনপি কৌশলগতভাবে পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে নারী ভোটারদের মন জয় করতে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তৈরি করা এই কর্মসূচির মূল হাতিয়ার হলো ‘নারী ও শিশু অধিকার ফোরাম’। খুলনা থেকে শুরু করে সারাদেশে সাবেক ও বর্তমান নারী জনপ্রতিনিধিরা ঘরে ঘরে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেবেন। শুধু ভোট চাওয়ার নয়, রাজনৈতিক অবস্থান, রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা এবং ‘নারীবান্ধব’ ভাবমূর্তি তুলে ধরা এই প্রচারের মূল উদ্দেশ্য।
গত ২২ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারী ও শিশু অধিকার ফোরামের শীর্ষ দুই নেতা—বেগম সেলিমা রহমান ও নিপুণ রায় চৌধুরীর সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন। পরে তারা নারীদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব পান। কেন্দ্রীয় দফতরকে সারাদেশের নির্বাচিত নারী জনপ্রতিনিধির নাম-ঠিকানা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়, যা ইতোমধ্যেই দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে পৌঁছে গেছে।
নিপুণ রায় চৌধুরী জানান, ‘কোটি কোটি নেতাকর্মীর পাশাপাশি বিপুলসংখ্যক নারী বিএনপিকে পছন্দ করেন। তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে। আমরা ঘরে ঘরে তাদের কাছে দলের কর্মপরিকল্পনা তুলে ধরার চেষ্টা করব।’ তিনি আরও বলেন, বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। নারী প্রতিনিধিরা এই অপপ্রচার রুখতে মাঠে থাকবেন।
প্রথম ধাপে খুলনা বিভাগে ১৪ অক্টোবর মতবিনিময় সভা হবে, যেখানে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা জেলা ও মহানগর জনপ্রতিনিধিরা অংশ নেবেন। পরের দিন যশোরে অনুষ্ঠিত মতবিনিময়ে যশোর ছাড়াও মাগুরা, নড়াইল ও ঝিনাইদহের জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জনপ্রতিনিধিদের নিয়ে কুষ্টিয়ায় ১৬ অক্টোবর মতবিনিময় হবে। এরপর সাবেক নারী জনপ্রতিনিধিরা নিজেদের নির্বাচনী এলাকা ও সংরক্ষিত আসনভিত্তিক এলাকায় নারীদের সংগঠিত করবেন এবং স্থানীয় নারী নেত্রীদের সঙ্গে সমন্বয় করে দলের প্রচার চালাবেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত ইতোমধ্যে প্রার্থী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে, কিন্তু প্রকাশ্যে আনছে না। বিএনপি এই ‘চুপিসারে প্রস্তুতি’ মোকাবিলায় নারীদের ফ্রন্টলাইন গঠন করছে। ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়া, নারী অধিকার ও রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়াই এই কৌশলের মূল লক্ষ্য।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- চূড়ান্ত অনুমোদনের পথে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের