ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ভোট ছাড়া উন্নয়ন সম্ভব নয়: আবদুল আউয়াল 

২০২৫ অক্টোবর ০৩ ১০:৫২:২৪

ভোট ছাড়া উন্নয়ন সম্ভব নয়: আবদুল আউয়াল 

নিজস্ব প্রতিবেদক: দেশে একটি কার্যকর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য গ্রহণযোগ্য নির্বাচনের পথেই অগ্রসর হওয়া জরুরি।

বুধবার রাতে ফেনীর সোনাগাজীতে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, গত ১৮ বছর ধরে বিএনপি দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে। তার ভাষায়, বিএনপি নিশ্চিত করবে যে ভবিষ্যতের যেকোনো জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় যার মাধ্যমে একটি গণতান্ত্রিক ও জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠিত হবে।

তিনি দাবি করেন, বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং এটি একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে পরিচিত।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্ন করা হলে মিন্টু বলেন, “বিএনপি কখনোই কাউকে নিষিদ্ধ করার পক্ষে নয়। বর্তমানে সরকার যে ধরনের বক্তব্য দিচ্ছে বা পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। এটি সম্পূর্ণ তাদের বিষয়।”

তিনি জোর দিয়ে বলেন, বিএনপির মধ্যে কোনো কোন্দল বা বিভক্তি নেই। “নির্বাচনের সময় যখন প্রার্থী ঘোষণা করা হবে, তখন বিএনপির সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে,”বলেছেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত