ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

১৯টি ক্যাটাগরিতে সেরা সাংবাদিকদের অ্যাওয়ার্ড দেবে 'ডিএমএফ'

২০২৫ অক্টোবর ০৩ ০১:০০:০৪

১৯টি ক্যাটাগরিতে সেরা সাংবাদিকদের অ্যাওয়ার্ড দেবে 'ডিএমএফ'

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) দ্বিতীয়বারের মতো 'ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫' আয়োজন করতে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) ১৯টি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আল করিম লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন এই ঘোষণা দেন। এ সময় জুরি বোর্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন জানান, এই আয়োজনের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মকে ডিজিটাল সাংবাদিকতা ও ইনোভেশনে উৎসাহিত করা, যুগের সাথে তাল মিলিয়ে গণমাধ্যমকে আরও এগিয়ে নেওয়া, সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া এবং অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সম্মাননা প্রদান করা। তিনি আরও যোগ করেন, সাংবাদিকতা পেশাকে শক্তিশালী করা এবং ডিজিটাল মিডিয়ার সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাও এই আয়োজনের উদ্দেশ্য।

দেলোয়ার হোসেন আরও জানান, আগামী ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের কাছ থেকে রিপোর্ট ও ডিজিটাল ভিডিও কনটেন্টের লিংক আহ্বান করা হবে। জুরি বোর্ড জমাকৃত প্রতিবেদনগুলো থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের বাছাই করে তাদের সম্মাননা প্রদান করবে। এছাড়াও, বিশেষ ক্যাটাগরিতে কয়েকজনকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। টিভি, পত্রিকা অথবা নিবন্ধিত অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এই অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য www.dmfbd.com এই লিংক ব্যবহার করতে হবে।

ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) ২০১৭ সালের ১৭ জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এবং বর্তমানে এটি তার তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। এটি দেশের ডিজিটাল সাংবাদিকতা ও মিডিয়া খাতে পেশাদারদের একটি অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

পুরস্কারের ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে সেরা ইনভেস্টিগেটিভ রিপোর্ট, সেরা বিজনেস রিপোর্টিং, সেরা ফিচার/স্টোরিটেলিং, সেরা করপোরেট ডিজিটাল কমিউনিকেশনস টিম, সেরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (ইতিবাচক অবদান), উদীয়মান ডিজিটাল সাংবাদিক, ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড, লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং জুরি স্পেশাল অ্যাওয়ার্ড সহ মোট ১৯টি ভিন্ন ক্যাটাগরি। জুরি বোর্ডে দেশের স্বনামধন্য গণমাধ্যম ব্যক্তিত্ব ও সম্পাদকরা রয়েছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত