ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

মেসি আসছেন ভারতে, টিকিট মিলবে যেভাবে

২০২৫ অক্টোবর ০২ ২১:১৫:৩২

মেসি আসছেন ভারতে, টিকিট মিলবে যেভাবে

স্পোর্টস ডেস্ক: মেসি নিজের ফেসবুক পেজে লিখেছেন, আগামী ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যেতে পারব বলে আমি ভীষণ আনন্দিত। কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপ এবং দাতব্য উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারা আমার জন্য বিশেষ আনন্দের। তিনি আরও জানান, কলকাতা, মুম্বাই, দিল্লি এবং সম্ভবত আরও একটি শহরে এসব আয়োজন হবে। টিকিট পাওয়া যাবে শুধুমাত্র District অ্যাপে।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের সফরে তিনটি শহরে যাবেন মেসি। ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশেষ এক ক্রিকেট ম্যাচেও তাকে দেখা যেতে পারে। সেখানে তার প্রতিপক্ষ হতে পারেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার এবং রোহিত শর্মার মতো ভারতীয় ক্রিকেট কিংবদন্তিরা। সাত-এ-সাইড ফরম্যাটের এ ম্যাচে ব্যাট হাতে মেসিকে দেখা ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।

সফরের আরেক গুরুত্বপূর্ণ অংশ কলকাতায়। সেখানে ইডেন গার্ডেন্সে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ হাতে সংবর্ধনা দেবেন মেসিকে। পাশাপাশি শিশুদের জন্য ফুটবল কর্মশালা পরিচালনা করবেন তিনি এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক। তার সম্মানে আয়োজন করা হবে গোট কাপ নামে সাত-এ-সাইড ফুটবল টুর্নামেন্টও।

উল্লেখ্য, এটি হবে মেসির দ্বিতীয় ভারত সফর। ২০১১ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। এবার দীর্ঘ ১৪ বছর পর ফের ভারতের মাটিতে ফিরছেন এই কিংবদন্তি।

বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ইন্টার মায়ামি ক্লাবে খেলছেন। তিনি ইতোমধ্যে জানিয়েছেন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে পারে তার শেষ বিশ্ব আসর, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত