ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

এবার জেন জি বিক্ষোভে উত্তাল আরেক মুসলিম দেশ

২০২৫ অক্টোবর ০২ ১৩:২৯:৩৩

এবার জেন জি বিক্ষোভে উত্তাল আরেক মুসলিম দেশ

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে তরুণ প্রজন্মের বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নিচ্ছে। বেকারত্ব, দুর্নীতি ও শিক্ষা-স্বাস্থ্য খাতের উন্নয়নের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করেছে। গতকাল বুধবার উপকূলীয় শহর আগাদিরে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগাদিরের লাকলিয়া এলাকায় একটি থানায় হামলা চালায় বিক্ষোভকারীরা। তাদের উদ্দেশ্য ছিল অস্ত্র লুটপাট করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুই বিক্ষোভকারী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক তরুণের হাতে ছুরি থাকলেও পুলিশের টানা গুলিবর্ষণ ও টিয়ারশেল ছোড়ার কারণে তারা সেগুলো ব্যবহার করতে পারেননি। তবে তারা থানায় অগ্নিসংযোগ করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। একই সঙ্গে আগাদিরের বিয়ৌগ্রা এলাকায় একটি ব্যাংক ও কয়েকটি দোকান লুটপাট করা হয়েছে।

সংগঠন ‘জেনজি ২১২’-এর আহ্বানে তরুণরা গত ২৮ সেপ্টেম্বর রাজধানী রাবাতে বিক্ষোভ শুরু করে। টিকটক, ইনস্টাগ্রাম ও বিভিন্ন গেমিং অ্যাপের মাধ্যমে সংগঠনটি বিক্ষোভে তরুণদের অংশ নিতে আহ্বান জানায়। শুরুতে শান্তিপূর্ণ হলেও ধীরে ধীরে আন্দোলন সহিংস হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগ দাবি করেছেন। ইতোমধ্যে পর্যটন শহর মারাকেশসহ কয়েকটি এলাকায় পুলিশ স্টেশনে আগুন দেওয়া এবং দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে অর্থনৈতিক রাজধানী ক্যাসাব্লাঙ্কা, ওউজদা ও তাজা শহরে এখনো বড় ধরনের সহিংসতা দেখা যায়নি।

উল্লেখ্য, মরক্কোয় বেকারত্বের হার ১২ দশমিক ৮ শতাংশ। তরুণদের মধ্যে এ হার ৩৫ দশমিক ৮ শতাংশ এবং স্নাতক শেষ করা শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১৯ শতাংশ বেকার। আন্দোলন শুরু হওয়ার পর থেকে সংগঠন ‘জেনজি ২১২’-এর সদস্যসংখ্যা কয়েক দিনে ৩ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩০ হাজারে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত