ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
এবার জেন জি বিক্ষোভে উত্তাল আরেক মুসলিম দেশ

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে তরুণ প্রজন্মের বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নিচ্ছে। বেকারত্ব, দুর্নীতি ও শিক্ষা-স্বাস্থ্য খাতের উন্নয়নের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করেছে। গতকাল বুধবার উপকূলীয় শহর আগাদিরে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগাদিরের লাকলিয়া এলাকায় একটি থানায় হামলা চালায় বিক্ষোভকারীরা। তাদের উদ্দেশ্য ছিল অস্ত্র লুটপাট করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুই বিক্ষোভকারী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক তরুণের হাতে ছুরি থাকলেও পুলিশের টানা গুলিবর্ষণ ও টিয়ারশেল ছোড়ার কারণে তারা সেগুলো ব্যবহার করতে পারেননি। তবে তারা থানায় অগ্নিসংযোগ করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। একই সঙ্গে আগাদিরের বিয়ৌগ্রা এলাকায় একটি ব্যাংক ও কয়েকটি দোকান লুটপাট করা হয়েছে।
সংগঠন ‘জেনজি ২১২’-এর আহ্বানে তরুণরা গত ২৮ সেপ্টেম্বর রাজধানী রাবাতে বিক্ষোভ শুরু করে। টিকটক, ইনস্টাগ্রাম ও বিভিন্ন গেমিং অ্যাপের মাধ্যমে সংগঠনটি বিক্ষোভে তরুণদের অংশ নিতে আহ্বান জানায়। শুরুতে শান্তিপূর্ণ হলেও ধীরে ধীরে আন্দোলন সহিংস হয়ে ওঠে।
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগ দাবি করেছেন। ইতোমধ্যে পর্যটন শহর মারাকেশসহ কয়েকটি এলাকায় পুলিশ স্টেশনে আগুন দেওয়া এবং দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে অর্থনৈতিক রাজধানী ক্যাসাব্লাঙ্কা, ওউজদা ও তাজা শহরে এখনো বড় ধরনের সহিংসতা দেখা যায়নি।
উল্লেখ্য, মরক্কোয় বেকারত্বের হার ১২ দশমিক ৮ শতাংশ। তরুণদের মধ্যে এ হার ৩৫ দশমিক ৮ শতাংশ এবং স্নাতক শেষ করা শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১৯ শতাংশ বেকার। আন্দোলন শুরু হওয়ার পর থেকে সংগঠন ‘জেনজি ২১২’-এর সদস্যসংখ্যা কয়েক দিনে ৩ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩০ হাজারে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- চূড়ান্ত অনুমোদনের পথে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে