ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
একটি নির্বাচিত সংসদ ও সরকার দেখতে চায় জনগণ: খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের জনগণ একটি নির্বাচিত সংসদ ও সরকার দেখতে চায়।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
পিআর পদ্ধতির নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "পিআর পদ্ধতি কেউ চাইতেই পারে। এটি বিএনপি দেওয়ার কেউ না অন্য দলেরও দেওয়ার কেউ না। আমরা যেখানে ঐকমত্য হয়েছি, তার বাইরে যদি কেউ কিছু চায় সেটার অধিকার আছে। কিন্তু সেটি করতে হলে তাদের জনগণের কাছে যেতে হবে এবং আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। এর বাইরে কিছু করার নেই।"
তিনি আরও বলেন, আগামী নির্বাচন যথাসময়ে না হওয়ার কোনো সুযোগ নেই। জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং একটি নির্বাচিত সংসদ ও সরকার দেখতে চায়।
বিএনপি নেতা জানান, তারা একটি বড় কর্মযজ্ঞ হাতে নিয়েছেন। নির্বাচনে জনগণ তাদের রায় দিলে প্রথম ১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি কীভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ না থাকায় অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দেশ-বিদেশের সবাই নির্বাচনের অপেক্ষায়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচনের পরে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন আসবে, আইনশৃঙ্খলার উন্নয়ন হবে, আমদানি-রপ্তানি বাড়বে এবং স্বাস্থ্য ও সেবাসহ বিদ্যমান সমস্যাগুলোর সমাধান হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, দুই কক্ষবিশিষ্ট সংসদ বিএনপিরই প্রস্তাব, যা আট বছর আগেই দেওয়া হয়েছিল এবং তিন বছর আগে ৩১ দফায় আবারও দেওয়া হয়েছে।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল