ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

জাতীয় দলে সাকিবের অধ্যায় শেষ? যা জানালেন উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১১:৫৭:২৪

জাতীয় দলে সাকিবের অধ্যায় শেষ? যা জানালেন উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের ক্যারিয়ার কি তবে জাতীয় দলের জার্সিতে শেষ হয়ে গেল? অবসর ঘোষণা না দিলেও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া জানিয়েছেন, সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দেওয়া হবে না। ফলে কার্যত জাতীয় দলে তার অধ্যায়ের ইতি ঘটল বলেই মনে করা হচ্ছে।

গত সোমবার রাতে এক বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে আসিফ মাহমুদ স্পষ্ট ভাষায় বলেন, সাকিবকে আর জাতীয় দলের পতাকা কিংবা জার্সি বহন করতে দেওয়া হবে না। তার ভাষায়, “এটা আমার কোনোভাবেই সম্ভব নয়। এতদিন না বললেও এখন থেকে বিসিবিকে পরিষ্কার নির্দেশনা থাকবে—সাকিব আর বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবে না।”

এই অবস্থার সূত্রপাত সাকিবের এক ফেসবুক পোস্ট ঘিরে। সম্প্রতি ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যে জড়িয়ে পড়েন সাকিব। বিতর্ক চরমে ওঠে ২৮ সেপ্টেম্বর, যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেন তিনি। ওই পোস্টে সাকিব শেখ হাসিনাকে ‘আপা’ সম্বোধন করে শুভেচ্ছা জানান। এর পর থেকেই ছাত্র–জনতার অভ্যুত্থানে নিহত–আহতদের পরিবারসহ বিভিন্ন মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, সাকিব সবসময় আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছেন। যদিও সাকিব নিজে দাবি করেছিলেন, স্থানীয় মানুষের জন্য এমপি নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং তাকে “জোর করে নমিনেশন” দেওয়া হয়েছিল। কিন্তু ক্রীড়া উপদেষ্টার মতে, সাকিবের কর্মকাণ্ড আওয়ামী রাজনীতির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ দেয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় সংসদ সদস্য ছিলেন সাকিব। সে সময় দেশে যখন ছাত্র–জনতার ওপর গুলি চালানো হচ্ছিল, তখন পরিবার নিয়ে কানাডায় ছুটি কাটাচ্ছিলেন তিনি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দঘন ছবিও প্রকাশ করেন। এতে জনমনে ক্ষোভ বাড়ে। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর সাকিব ছাত্র–জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণ করলেও তার প্রতি সমালোচনা থামেনি।

সাম্প্রতিক পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে শেষ পর্যন্ত আসিফ মাহমুদ কঠোর সিদ্ধান্ত জানালেন। তার ভাষায়, “তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না।” এই ঘোষণার পর কার্যত জাতীয় দলে সাকিবের ফেরার দরজা চিরতরে বন্ধ হয়ে গেল।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত