ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

দুর্গাপূজায় 'সর্বোচ্চ সতর্কতায়' আনসার-ভিডিপি: মহাপরিচালক

২০২৫ সেপ্টেম্বর ৩০ ০০:৩৮:২৬

দুর্গাপূজায় 'সর্বোচ্চ সতর্কতায়' আনসার-ভিডিপি: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা সার্বজনীন মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে মহাপরিচালক পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে কথা বলেন।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়েছি। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ইতিমধ্যেই সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এ বছর নিরাপত্তা ব্যবস্থায় তরুণ আনসার সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, আধুনিক প্রশিক্ষণ, ডিজিটাল রিপোর্টিং সিস্টেম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের ফলে নিরাপত্তা ব্যবস্থা আগের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী হয়েছে।

উত্তরা সার্বজনীন পূজা কমিটির সভাপতি নৃপেন চন্দ্র আনসার-ভিডিপির দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পূজার আগে ও পরে মিলিয়ে মোট ৯ দিনব্যাপী এই নিরাপত্তা ব্যবস্থা ভক্তদের মধ্যে নতুন করে আস্থা যোগ করবে।

এসময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ সহ উপ-মহাপরিচালক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত