ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ঢাকায় যোগ দিলেন ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত

২০২৫ সেপ্টেম্বর ২৯ ২০:৫৮:৪৬

ঢাকায় যোগ দিলেন ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জঁ-মার্ক সেরে-শারলে। তিনি সাবেক রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই-এর স্থলাভিষিক্ত হয়েছেন।

ফ্রান্স দূতাবাস সোমবার (২৯ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে।

ঢাকায় যোগদানের আগে জঁ-মার্ক সেরে-শারলে ভারতের মুম্বাইতে ফ্রান্সের কনসাল জেনারেলের দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা সংক্রান্ত বিভাগের উপ-পরিচালকের দায়িত্বে কাজ করেছেন।

তার ক্যারিয়ারে আরও রয়েছে মস্কোতে রাজনৈতিক উপদেষ্টা, রোমে সাংস্কৃতিক উপদেষ্টা, প্যারিসে সংস্কৃতি মন্ত্রীর কূটনৈতিক উপদেষ্টা এবং নয়াদিল্লীতে উপমিশনপ্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত