ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ডিভিডেন্ড ঘোষণা করেছে বঙ্গজ

২০২৫ সেপ্টেম্বর ২৮ ২০:৫০:৫৪

ডিভিডেন্ড ঘোষণা করেছে বঙ্গজ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ খাতের প্রতিষ্ঠান বঙ্গজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নতুন অর্থবছরে ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করবে। আগের বছর কোম্পানিটি ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

রবিবার (২৮ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনায় রেখে পরিচালনা পর্ষদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার পাশাপাশি কোম্পানির ব্যবসায়িক অবস্থানকে আরও সুসংহত করার প্রত্যাশা করা হচ্ছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৮ পয়সা। এর আগের বছরে ইপিএস ছিল ৩১ পয়সা। অর্থাৎ বিগত বছরে আয়ের তুলনায় কিছুটা কমাতে কোম্পানির ডিভিডেন্ডও কিছুটা কমেছে।

এছাড়া আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ৩৮ পয়সা। এর আগের বছরে ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ১৫ পয়সা। ফলে কোম্পানির নগদ প্রবাহ পরিস্থিতি গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ২ পয়সা। আগের বছর যা ছিল ২১ টাকা ১ পয়সা।

শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১২ নভেম্বর সকাল ১০টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আধুনিক সময়ে প্রচলিত ধারা অনুসারে এবারের সভা অনুষ্ঠিত হবে হাইব্রিড পদ্ধতিতে—অর্থাৎ শেয়ারহোল্ডাররা সরাসরি উপস্থিত থাকার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও অংশ নিতে পারবেন।

এজিএম-এ অংশগ্রহণ ও ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণে ২১ অক্টোবর তারিখকে রেকর্ড ডেট হিসেবে ঘোষণা করেছে কোম্পানিটি। ওই তারিখে যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে, তারাই শেয়ারহোল্ডার হিসেবে ডিভিডেন্ড পাওয়ার অধিকারী হবেন।

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ঢাবি উপাচার্যের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. স্যার ওয়াল্টার বোডমার রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ... বিস্তারিত