ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
২০২৬ সালের হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের হজ যাত্রা উপলক্ষে সরকার তিনটি ভিন্ন হজ প্যাকেজ ঘোষণা করেছে, যা হাজীদের সুবিধা, আবাসন ও খরচের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই প্যাকেজগুলোর মূল্য ৪ লক্ষ ৬৭ হাজার ১৬৭ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬ লক্ষ ৯০ হাজার ৫৯৭ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, হজ প্যাকেজ-১ (বিশেষ) এ হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গণ থেকে সর্বোচ্চ ৭০০ মিটার দূরত্বে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসন সুবিধা দেওয়া হবে। একটি রুমে সর্বোচ্চ ৫ জনের থাকার ব্যবস্থা থাকবে এবং এটাচড ৬টি বাথরুম থাকবে। মিনায় জোন-২ এ তাঁবু থাকবে, এবং মিনা-আরাফায় ডি+ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬,৯০,৫৯৭ টাকা।
হজ প্যাকেজ-২ তুলনামূলকভাবে কিছুটা সস্তা। এতে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফ থেকে ১.২–১.৮ কিলোমিটার দূরত্বে, মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসন সুবিধা থাকবে। একটি রুমে সর্বোচ্চ ৬ জন থাকতে পারবে, এবং এটাচড বাথরুম থাকবে। মিনায় জোন-২ এ তাঁবু থাকবে, মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,৫৮,৮৮১ টাকা।
উভয় প্যাকেজে নির্ধারিত খরচের ওপর ভিত্তি করে রুম আপগ্রেডেশন (২ ও ৩ সিট) এবং শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে। সাধারণত, হজযাত্রীদের সৌদি আরবে অবস্থানকাল ৩৫–৪৭ দিন। শর্ট প্যাকেজে অবস্থানকাল হবে ২২–৩০ দিন।
হজ প্যাকেজ-৩ একটি সাশ্রয়ী প্যাকেজ। এই প্যাকেজে হজযাত্রীদের মক্কার আজিজিয়া এলাকায় এবং মদিনার মারকাজিয়া এলাকার বাইরে আবাসন দেওয়া হবে। একটি রুমে সর্বোচ্চ ৬ জন থাকার সুবিধা থাকবে। মিনায় জোন-৫ এ তাঁবু থাকবে এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হারাম শরীফে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে এ প্যাকেজে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪,৬৭,১৬৭ টাকা।
উপদেষ্টা আরও জানান, এটি সরকারি মাধ্যমে হজযাত্রীদের জন্য নতুন সংযোজন। এর আগে কখনও সরকারি মাধ্যমে হাজীদের জন্য আজিজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়নি। এছাড়া, হজ এজেন্সির জন্য সরকার একটি সাধারণ হজ প্যাকেজও নির্ধারণ করেছে, যা ৫,০৯,১৮৫ টাকায় প্রযোজ্য। প্রত্যেক হজযাত্রীর জন্য দৈনিক খাবারের খরচ কমপক্ষে ৩৫ সৌদি রিয়াল ধরা হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- আর্থিক চাপ কাটাতে ভবন বিক্রি করছে শেয়ারবাজারের দুই প্রতিষ্ঠান
- ঝড়ের গতিতে উত্থান, রকেটের গতিতে পতনের শেয়ার