ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

২০২৬ সালের হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৯:০৬:২০

২০২৬ সালের হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের হজ যাত্রা উপলক্ষে সরকার তিনটি ভিন্ন হজ প্যাকেজ ঘোষণা করেছে, যা হাজীদের সুবিধা, আবাসন ও খরচের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই প্যাকেজগুলোর মূল্য ৪ লক্ষ ৬৭ হাজার ১৬৭ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬ লক্ষ ৯০ হাজার ৫৯৭ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, হজ প্যাকেজ-১ (বিশেষ) এ হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গণ থেকে সর্বোচ্চ ৭০০ মিটার দূরত্বে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসন সুবিধা দেওয়া হবে। একটি রুমে সর্বোচ্চ ৫ জনের থাকার ব্যবস্থা থাকবে এবং এটাচড ৬টি বাথরুম থাকবে। মিনায় জোন-২ এ তাঁবু থাকবে, এবং মিনা-আরাফায় ডি+ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬,৯০,৫৯৭ টাকা।

হজ প্যাকেজ-২ তুলনামূলকভাবে কিছুটা সস্তা। এতে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফ থেকে ১.২–১.৮ কিলোমিটার দূরত্বে, মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসন সুবিধা থাকবে। একটি রুমে সর্বোচ্চ ৬ জন থাকতে পারবে, এবং এটাচড বাথরুম থাকবে। মিনায় জোন-২ এ তাঁবু থাকবে, মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,৫৮,৮৮১ টাকা।

উভয় প্যাকেজে নির্ধারিত খরচের ওপর ভিত্তি করে রুম আপগ্রেডেশন (২ ও ৩ সিট) এবং শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে। সাধারণত, হজযাত্রীদের সৌদি আরবে অবস্থানকাল ৩৫–৪৭ দিন। শর্ট প্যাকেজে অবস্থানকাল হবে ২২–৩০ দিন।

হজ প্যাকেজ-৩ একটি সাশ্রয়ী প্যাকেজ। এই প্যাকেজে হজযাত্রীদের মক্কার আজিজিয়া এলাকায় এবং মদিনার মারকাজিয়া এলাকার বাইরে আবাসন দেওয়া হবে। একটি রুমে সর্বোচ্চ ৬ জন থাকার সুবিধা থাকবে। মিনায় জোন-৫ এ তাঁবু থাকবে এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হারাম শরীফে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে এ প্যাকেজে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪,৬৭,১৬৭ টাকা।

উপদেষ্টা আরও জানান, এটি সরকারি মাধ্যমে হজযাত্রীদের জন্য নতুন সংযোজন। এর আগে কখনও সরকারি মাধ্যমে হাজীদের জন্য আজিজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়নি। এছাড়া, হজ এজেন্সির জন্য সরকার একটি সাধারণ হজ প্যাকেজও নির্ধারণ করেছে, যা ৫,০৯,১৮৫ টাকায় প্রযোজ্য। প্রত্যেক হজযাত্রীর জন্য দৈনিক খাবারের খরচ কমপক্ষে ৩৫ সৌদি রিয়াল ধরা হয়েছে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ঢাবি উপাচার্যের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. স্যার ওয়াল্টার বোডমার রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ... বিস্তারিত