ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
ফায়ার ফাইটারদের মৃ'ত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে সাহসী ফায়ার ফাইটারদের আত্মত্যাগকে তিনি জাতির ইতিহাসে চিরস্মরণীয় বলে উল্লেখ করেছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “অগ্নিকাণ্ডে জীবন রক্ষার মহৎ দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের তিনজন সাহসী ফায়ার ফাইটারসহ চারজন প্রাণ হারিয়েছেন। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আমি নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি বলেন, এই দুর্ঘটনায় শুধু প্রাণহানি ঘটেনি, বরং জাতি প্রত্যক্ষ করেছে সাহস, মানবিকতা ও কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ফায়ার সার্ভিসকে তিনি দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ও সাহসী বাহিনী আখ্যা দিয়ে বলেন, “সংকটময় মুহূর্তে তারাই প্রথম মানুষের পাশে দাঁড়ায়। আজ সেই দায়িত্ব পালন করতে গিয়েই তাদের জীবন দিতে হয়েছে—যা গোটা জাতির জন্য গভীর শোকের।”
ড. ইউনূস আরও বলেন, “অগ্নি নিরাপত্তা বাহিনীর সদস্যরা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিয়োজিত থাকেন। নিজেদের জীবনের মায়া ত্যাগ করে তারা অন্যের জীবন বাঁচান। জাতি তাদের এই আত্মত্যাগের কাছে চিরঋণী। আজকের এই দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দিল, তারা দায়িত্ব পালনের সময় কতটা বড় ঝুঁকি নেন।”
শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের উদ্দেশে বলেন, “আপনাদের প্রিয়জনরা নিছক প্রাণ হারাননি, তারা জাতির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দেশের প্রতিটি মানুষ তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি আপনাদের বেদনা ভাগ করে নিচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি, আপনাদের ধৈর্য ও শক্তি দিন।”
শেষে তিনি বলেন, “এই বেদনাবহ ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়। তবে তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে—যাতে আমরা সম্মিলিতভাবে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারি।”
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগরীর টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যালের গুদামে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ৫৩ জন সদস্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দায়িত্ব পালনের সময় দগ্ধ হয়ে তিনজন ফায়ার সার্ভিস কর্মীসহ চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক