ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

হঠাৎ ফোনের ব্যাটারি ফুলে গেছে? জানুন কারণ ও করণীয়

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১১:২০:৩৫

হঠাৎ ফোনের ব্যাটারি ফুলে গেছে? জানুন কারণ ও করণীয়

তথ্য প্রযুক্তি ডেস্ক: হঠাৎ যদি দেখেন আপনার মোবাইল ফোনের পেছনের ঢাকনাটি একটু ফেঁপে উঠেছে বা উঁচু মনে হচ্ছে, তাহলে সতর্ক হওয়ার সময় এসেছে। অনেক সময় ব্যাটারির অংশটা ফুলে ওঠার কারণে এমনটা ঘটে। এটি দেখতে হয়তো তেমন গুরুতর মনে নাও হতে পারে, কিন্তু আসলে বিষয়টি বেশ ঝুঁকিপূর্ণ। ব্যাটারি ফুলে গেলে শুধু ফোনের কাঠামোগত ক্ষতি হয় না, বরং ব্যবহারকারীর নিরাপত্তাও ঝুঁকিতে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোনের ব্যাটারি ফেঁপে গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আগুন লাগা বা বিস্ফোরণের মতো দুর্ঘটনাও ঘটতে পারে। তাই দেরি না করে দ্রুত ব্যাটারি পরীক্ষা বা বদল করা জরুরি।

কেন ব্যাটারি ফুলে যায়?

বর্তমান স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারির ভেতরে রাসায়নিক ও ইলেক্ট্রোলাইট পদার্থ থাকে, যা বিশেষভাবে সিল করা একটি অ্যালুমিনিয়াম ব্যাগের মধ্যে সংরক্ষিত। সময়ের সঙ্গে সঙ্গে বা ভুল চার্জিংয়ের কারণে এই পদার্থগুলো গ্যাসে রূপান্তরিত হয়ে ব্যাগটিকে ফোলাতে শুরু করে, ফলে ব্যাটারিটি ফুলে যায়।

প্রধান কারণ

  • অতিরিক্ত চার্জ দেওয়া: দীর্ঘ সময় চার্জে রেখে দিলে ব্যাটারির ভেতরে চাপ সৃষ্টি হয়।
  • অতিরিক্ত গরম হওয়া: ফোনের প্রসেসর গরম হলে ব্যাটারিও দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।
  • নিম্নমানের চার্জার ব্যবহার: অনুমোদনহীন চার্জার ব্যাটারির আয়ু কমিয়ে দেয়।
  • পুরোনো ব্যাটারি: আয়ু ফুরিয়ে আসলে ব্যাটারিতে গ্যাস সৃষ্টি বেশি হয়।
  • শর্টসার্কিট বা ত্রুটি: ডিভাইসের অভ্যন্তরীণ সমস্যা ব্যাটারি ফোলার ঝুঁকি বাড়ায়।

কী ঝুঁকি তৈরি হয়?

ফুলে যাওয়া ব্যাটারি থেকে বিস্ফোরণ বা আগুন লাগার আশঙ্কা থাকে। কখনো কখনো ব্যাটারির রাসায়নিক গ্যাস বা তরল ত্বক বা চোখে লাগলে গুরুতর ক্ষতি হতে পারে। ব্যাটারি ফেটে গেলে আশপাশের মানুষ ও সামগ্রীও ঝুঁকিতে পড়ে।

করণীয়

  • ফোনটি সঙ্গে সঙ্গে বন্ধ করুন ও চার্জার খুলে ফেলুন।
  • ব্যাটারি খোলা সম্ভব হলে সাবধানে খুলে ফেলুন।
  • ব্যাটারিতে ছিদ্র বা কাটা থেকে বিরত থাকুন।
  • ব্যাটারি গরম থাকলে ঠান্ডা স্থানে রাখুন, কিন্তু পানির কাছে নয়।
  • দ্রুত অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যান।

বিশেষজ্ঞদের পরামর্শ, ব্যাটারি ফুলে গেলে ঘরোয়া পদ্ধতিতে নয়, পেশাদার কারিগরের সাহায্য নেওয়াই সবচেয়ে নিরাপদ।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত