ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

বিসিবি নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুললেন ক্রীড়া উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ২৬ ২০:৩৭:২৯

বিসিবি নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুললেন ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এমন মন্তব্য তিনি এক বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে করেছেন।

উপদেষ্টা বলেন, এটা স্পষ্ট যে বিসিবি নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ চলছে। বিশেষ করে ৫ আগস্টের পর আমাদের দুই সাবেক তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে প্রবেশ করে এমপি হয়েছেন। এর পরিনাম ও পরিস্থিতি দেখে দর্শক-ভক্তদের অনেকের মনে প্রশ্ন জাগছে; খেলা ও রাজনীতি আলাদা থাকা উচিৎ।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের সাবেক এমপি এবং সাবেক বিসিবি সভাপতি বলেই ফেলেছেন, তামিম ইকবাল আমাদের প্রার্থী। এখানে তো জাতীয় নির্বাচন নয়, এটা তো নমিনেশন তারা সংবাদ সম্মেলন করে সরাসরি তামিম ইকবাল ভাইকে নমিনেট করছেন। এটা আমার পলিসি দৃষ্টিভঙ্গি থেকে উদ্বেগজনক।

বিসিবি নির্বাচনকে ঘিরে দেশের ক্রিকেট এখনই টালমাটাল বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, যেখানে অধিকারিকদের কাজ হওয়া উচিত (যেমন এশিয়া কাপে লিটনদের পারফরম্যান্স মূল্যায়ন), সেখানে অনেকে নির্বাচন কেন্দ্রিক বিতর্ক ও তর্কে ব্যস্ত।

নির্বাচনপ্রক্রিয়া নিয়েও তীব্র তর্ক চলছে বিভাগীয় ও জেলার ক্রীড়া সংস্থাগুলোতে এডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন সংক্রান্ত বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠিসহ ঘটনাগুলো আদালতে পৌঁছেছে। তামিম ইকবাল এসব ঘটনাকে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার বলে অভিহিত করেছেন। একই সঙ্গে সরকারি হস্তক্ষেপের অভিযোগও উঠেছে, যার জবাব দিয়েছেন আসিফ মাহমুদ।

এই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, কোর্ট তো ওই চিঠি বৈধ বলে নির্দেশ দিয়েছে। দুইবার সেশন পেছানোর পরও অধিকাংশ ক্লাবের প্রেসিডেন্ট এসেছেন এবং যারা অভিযোগ করছেন, তারাও ওই পেছানো সময় ব্যবহার করে কাউন্সিলর পাঠিয়েছেন। আমাদের রুটিন কাজকে হস্তক্ষেপ বলা হলে আমি কি আমার অধস্তন আমার মন্ত্রণালয়ের সচিব কিংবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারব না? কোন সংবিধানে এমন লেখা আছে?

তিনি সতর্ক করে যোগ করেছেন, এ ধরনের অবান্তর অভিযোগ এনে নিজেদের হাস্যকর অবস্থা সৃষ্টি করা উচিত নয়। যদি মনে করেন কিছু নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে না, তাহলে কোর্টে যাওয়া যায় আইসিসির কাছে আবেদন করারও সুযোগ আছে। দেশে এখন আইনের শাসন আছে। আপনি বলে দেন আমি ঘেরাও দেব বা আমি দখল করবো এই ধরনের মনোভাব ডেমোক্র্যাটিক স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত