ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

জামায়াতের শুভেচ্ছা ও শান্তিপূর্ণ দুর্গাপূজার আহ্বান

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১৯:৪৭:৪৪

জামায়াতের শুভেচ্ছা ও শান্তিপূর্ণ দুর্গাপূজার আহ্বান

মো: আবু তাহের নয়ন :বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে। সারা বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে অভিহিত এবং প্রশংসিত করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ কথা জানিয়েছেন।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হতে যাচ্ছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এবং নিজ নাম থেকে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিশ্বের ক্ষমতাধর দেশসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ভূয়সী প্রশংসা করেছে। বাংলাদেশকে ‘মডারেট মুসলিম কান্ট্রি’ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে অভিহিত করা হয়েছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করুক। তিনি হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধাকে আমাদের সংস্কৃতির অংশ হিসেবে ধরে রাখার গুরুত্বের উপর জোর দেন।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের আহ্বান জানান, যাতে হিন্দু সম্প্রদায় এবারের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে। একই সঙ্গে জামায়াতে ইসলামী সর্বস্তরের জনশক্তি এবং শান্তিপ্রিয় দেশবাসীর কাছে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

ডুয়া/ নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত