ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

নাটকের প্রলোভনে রিসোর্টে গণধর্ষণ করলো নাট্যনির্মাতা 

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১৭:৫০:১৩

নাটকের প্রলোভনে রিসোর্টে গণধর্ষণ করলো নাট্যনির্মাতা 

ডুয়া বিনোদন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে নাটকে অভিনয়ের প্রলোভন দেখিয়ে অভিনেত্রী তাসলিমা খাতুন আয়েশাকে রিসোর্টে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে নাট্যনির্মাতা নাসির উদ্দিন মাসুদ ও তার সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে।

ভুক্তভোগী তাসলিমা খাতুন আয়েশা দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘চার-পাঁচ মাস আগে পূবাইলে শুটিং চলাকালে পরিচালক আমার মোবাইল নম্বর নিয়েছিলেন। এরপর থেকে তিনি নিয়মিত কল দিতেন এবং দু-একটি নাটকের শুটিংও করেছি। হঠাৎ এক রাতে শুটিংয়ের কথা বলে তিনি আমাকে বাসা থেকে রিসোর্টে নিয়ে যান। সেখানে মাদক সেবনের পর পরিচালক মাসুদ ও তার সহকারী বাবর জোরপূর্বক ধর্ষণ করেন। পরে রিসোর্টের এক বয়স্ক ব্যক্তি, যাকে মালিকের লোক হিসেবে পরিচয় দেওয়া হয়, তিনিও আমাকে ধর্ষণ করেন। পরে তারা আমার আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নিয়ে আমাকে রিসোর্ট থেকে বের করে দেন।’

বাদীর অভিযোগ, গত ২২ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং অসুস্থ অবস্থায় চিকিৎসা নেওয়ার পর মামলা দায়ের করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘এ ধরনের অভিযোগ অত্যন্ত সংবেদনশীল এবং গুরুতর অপরাধের শামিল। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। ইতিমধ্যেই নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। প্রমাণ মিললে রিসোর্ট কর্তৃপক্ষের গাফিলতিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা জানিয়েছেন, রাস্ রিসোর্টের বিরুদ্ধে বহুদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

পুলিশ বলছে, তারা ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, আইনের মুখোমুখি করা হবে।

ডুয়া/ নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাজনকে কোনোভাবে প্রভাবিত করে না: উপাচার্য

ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাজনকে কোনোভাবে প্রভাবিত করে না: উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিভিন্ন অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন,... বিস্তারিত