ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

বিএফআইইউ প্রধান নিয়োগে ৫ সদস্যের কমিটি

২০২৫ সেপ্টেম্বর ২৫ ২২:০০:৪১

বিএফআইইউ প্রধান নিয়োগে ৫ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা নিয়োগে অগ্রগতি এসেছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গভর্নরের নেতৃত্বে গঠিত এই সমন্বয় বাছাই কমিটি সুপারিশ তৈরি করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মহীউদ্দীন, ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি এন কে এ মবিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত