ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
“ঢাকার বায়ুদূষণ শিশুদের স্বাস্থ্য বিপন্ন করছে”
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ইনজামামুল হক পার্থ: নির্মল বাতাসের জন্য শিশু, যুবক ও বৃদ্ধ সকলের জন্য সুরক্ষা নিশ্চিত করা আজকের সময়ের একটি বড় চ্যালেঞ্জ। দ্রুত বাড়তে থাকা বায়ুদূষণ মানুষের স্বাস্থ্য, কৃষি এবং পরিবেশে মারাত্মক প্রভাব ফেলছে। সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই সমস্যার সমাধান কঠিন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব স্থাপত্যে অনুষ্ঠিত গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট-এ প্রধান অতিথি, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক বলেন, “রাজধানীতে কলকারখানা ও গাড়ির কালো ধোঁয়া জনজীবন বিষাক্ত করছে। সাভার এলাকায় বর্জ্য পোড়ানো সম্পূর্ণ বন্ধ করতে হবে। ঢাকার বায়ুদূষণের ৩০ শতাংশ দায়ী। কৃষি মাটি নষ্ট হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ও বর্জ্য পোড়ানো থেকে বিরত থাকতে হবে। জীবাশ্ম জ্বালানি পাওয়ার প্ল্যানের কারণে ঢাকা দূষিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে, তবে অধিদপ্তরের বাইরে তরুণদের সচেতনতা বাড়ানো এবং প্রতিবাদ করা প্রয়োজন।”
বিশেষ অতিথি ডেপুটি ডিরেক্টর ২৫০ শয্যা টিবি হাসপাতাল, ডাক্তার আয়েশা বলেন, “বায়ুদূষণ মানুষের শ্বাসপ্রশ্বাসে প্রভাব ফেলছে এবং ফুসফুসে ক্ষতি করছে। গরমের সময় সমস্যা বেশি। গবেষণায় দেখা গেছে বায়ুদূষণের কারণে আয়ু ৮ বছর পর্যন্ত কমতে পারে। তাই বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা প্রয়োজন, এবং নিয়মিত পর্যাপ্ত ঘুম রাখতে হবে।”
আইনজীবী সৈয়দ মাহবুবুল আলম বলেন, “নির্মল বাতাস রক্ষার জন্য যুবকদের এগিয়ে আসতে হবে। আইন সম্পর্কে জ্ঞান থাকলে সমস্যার সমাধান দ্রুত সম্ভব। রাইট টু ইনফরমেশনের মাধ্যমে অভিযোগ জানালে কার্যকর ব্যবস্থা নেওয়া যাবে।”
তরুণ গবেষক মারজিয়াত রহমান বলেন, “বায়ুদূষণ নিয়ে অনেক যুবকই আগ্রহী নয়। নির্মল বাতাস সংক্রান্ত গবেষণা বৃদ্ধি করা জরুরি। কোথাও কেউ উন্মুক্ত জায়গায় বর্জ্য পোড়ালে জবাবদিহি নিশ্চিত করতে হবে। অনেক সংগঠন প্রতিনিয়ত বায়ুদূষণ রোধে কাজ করছে। মাতারবাড়ির জীবাশ্ম জ্বালানির কারণে ২৫ বছরে ৬০,০০০ মানুষের মৃত্যু হতে পারে। সরকার প্রতিবছরে ৬ বিলিয়ন কয়লা কিনছে, যা ক্ষতিকর। তরুণরা গবেষণা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধে এগিয়ে আসুক।”
তিনি আরও বলেন, “সচেতন প্রতিবাদী আওয়াজ তুলতে হবে। এখনই সময়।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড