ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
‘আ’লীগের সঙ্গে প্রেমের চেষ্টা মঙ্গলজনক কিছু বয়ে আনবে না’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য যারা ভিন্নপথে বা আড়াল থেকে আওয়ামী লীগের সঙ্গে প্রেম করার চেষ্টা করছেন, তা তাদের জন্য মঙ্গলজনক কিছু বয়ে নিয়ে আনবে না।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা বিএনপি পরিবার-এর উদ্যোগে এ আয়োজনে গুম-খুনের শিকার নেতাকর্মীর স্বজন, জুলাই আন্দোলনে আহত ব্যক্তি এবং জটিল রোগে আক্রান্ত ২২টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রুহুল কবির রিজভী স্মরণ করিয়ে দেন, গত ১৯ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রকাশ্যে নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছিলেন। তিনি প্রশ্ন রাখেন যারা দেশের মানুষ হত্যার নির্দেশ দেয়, তাদের পুনরায় ক্ষমতায় আসা মানে কী ভিন্নমতাবলম্বীরা কোনো নিরাপত্তা পাবে? রিজভীর দাবি, বর্তমানে যারা আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করে নির্বাচনে সুবিধা নিতে চাইছেন, তারাও রেহাই পাবেন না। “নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে যেভাবে আচরণ করা হয়েছে, তার পরিণতি এরই উদাহরণ, বলেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন ঘটলে কারও প্রতি কোনো রেহাই থাকবে না। তিনি উল্লেখ করেন, “জাতিসংঘের এক কর্মসূচিতে অংশ নিতে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছিলেন, অথচ সেখানে কী তাণ্ডব চালানো হলো! তারপরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই।” এ ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।
তিনি আন্দোলন-সংগ্রামে থাকা সব রাজনৈতিক দলকে সতর্ক করে বলেন, শুধু শ্লোগান বা উচ্চকণ্ঠে বক্তৃতা করলেই হবে না, ভেতরের মতভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে গণতন্ত্রের অবশিষ্টাংশও আর থাকবে না।
সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, আগামীতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা রয়েছে। এ সময় আমাদেরকে অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকতে হবে।
আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত