ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ডিম হা'মলার জবাবে যা বললেন এনসিপি নেতা

২০২৫ সেপ্টেম্বর ২৩ ০৯:৫০:২৯

ডিম হা'মলার জবাবে যা বললেন এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে আক্রমণের পরও ভয় পাচ্ছেন না নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, দেশের রাজনৈতিক সংঘাত কিংবা আন্তর্জাতিক মঞ্চে আক্রমণের ঘটনা তাদের কোনোভাবেই ভীত করে না।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন জানান, “আমরা দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকি। এতে আমরা ভয় পাই না। দেশেও আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবেলায় জনগণ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে।”

আখতার হোসেন আরও বলেন, “আমরা মনে করি আওয়ামী লীগ সাধারণ মানুষের ওপর সন্ত্রাস চালাতে পারে। কিন্তু বাংলাদেশে জনগণ তাদের প্রতিরোধে কোনো দ্বিধা করে না। সামনের দিনগুলোতেও জনগণ ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে।”

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ফ্লাইট দুপুরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বিমানবন্দরে পৌঁছান। তখনই আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও অশালীন ভাষায় গালিগালাজ করেন।

এই ঘটনার প্রতিক্রিয়ায় আখতার হোসেন ও অন্যান্য নেতাকর্মীরা প্রতিবাদ স্বরূপ “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান তোলেন। পরে পুলিশের সহায়তায় তারা গাড়ি যোগে নিরাপদে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত