ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনায় বৈঠকে বসছে ইসি-ইইউ

২০২৫ সেপ্টেম্বর ২৩ ০৬:৩২:২৯

নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনায় বৈঠকে বসছে ইসি-ইইউ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে পর্যবেক্ষণ মিশন পাঠানো হবে কিনা, তা নির্ধারণে তথ্য সংগ্রহ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ উদ্দেশ্যে আট সদস্যের একটি অনুসন্ধানী দল মাঠে নেমেছে।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সভাকক্ষে এই ইইউ দল নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকটি দুই ধাপে অনুষ্ঠিত হয়। ইসির পক্ষে নেতৃত্ব দেন যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) মো. মঈন উদ্দীন খান। অপরদিকে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো সেলেরি।

ইসি সূত্র জানায়, ইইউ প্রতিনিধিরা মূলত জাতীয় নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন পরিবেশ এবং অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনের লক্ষ্যে কমিশনের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত ধারণা নিচ্ছেন।

শুধু কমিশনের সঙ্গেই নয়, এই অনুসন্ধানী দল সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীজনের সঙ্গেও বৈঠক করছে। এসব বৈঠক ও আলোচনার ভিত্তিতেই ইইউ তাদের নির্ধারিত প্রক্রিয়া অনুসারে একটি সুপারিশ তৈরি করবে। আর সেই সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত হবে—বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন পাঠানো হবে কিনা।

ইসির কর্মকর্তারা মনে করছেন, এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাদের ভাষ্য, ইউরোপীয় ইউনিয়নের অনুসন্ধানী দল নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা এবং সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত