ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মাসব্যাপী সংলাপে বসবে ইসি

২০২৫ সেপ্টেম্বর ২২ ২১:১৩:২২

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মাসব্যাপী সংলাপে বসবে ইসি

ডুয়া ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আগামী অক্টোবর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। তবে এর আগে সুশীল সমাজ, নারী প্রতিনিধি ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় শুরু করবে সংস্থাটি। ইসি সূত্রে এমন তথ্য জানা গেছে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, বড় কোনো জটিলতা না থাকলে সংলাপ শুরু হতে পারে আগামী সপ্তাহেই। সময়সূচি ইতিমধ্যে তৈরি করা হয়েছে ইসি সচিবালয়ে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এবং অন্য কমিশনারদের অনুমোদন পেলেই সংশ্লিষ্ট অংশীজনদের চিঠি ও ফোনের মাধ্যমে জানানো হবে।

প্রায় এক মাসব্যাপী এই সংলাপে আমন্ত্রণ জানানো হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নারী নেত্রী, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক দলগুলোকে।

ইসি জানায়, বর্তমানে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চলছে। এ কারণে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসা হবে নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর। এবার ভিন্নভাবে দলগুলোকে কয়েকটি গ্রুপে ভাগ করে সংলাপ আয়োজন করা হতে পারে। পাশাপাশি বড় দলগুলোকে দেওয়া হতে পারে আলাদা বৈঠকের সুযোগ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত