ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

ডাচ-বাংলা ব্যাংকের ভবন কেনা নিয়ে বিভ্রান্তি

আবু তাহের নয়ন
আবু তাহের নয়ন

সিনিয়র রিপোর্টার

২০২৫ সেপ্টেম্বর ২২ ১২:৩১:২০

ডাচ-বাংলা ব্যাংকের ভবন কেনা নিয়ে বিভ্রান্তি

আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক পিএলসি তাদের কর্পোরেট প্রধান কার্যালয়ের জন্য একটি বাণিজ্যিক ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির পরিপ্রেক্ষিতে ব্যাংকটি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ব্যাংক কর্তৃপক্ষ প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন’ এবং ‘সাংবাদিকের ব্যক্তিগত মতামত’ বলে অভিহিত করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ব্যাংকটি রাজধানীর মতিঝিলে ২১.৫ তলার একটি বাণিজ্যিক ভবন কিনতে চাইছে। এই ভবনটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৬ কোটি ২১ লাখ টাকা। ভবনটির মোট আয়তন প্রায় ২ লাখ ৭ হাজার ৩৪০ বর্গফুট, যার মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৩০০ বর্গফুট ফ্লোর স্পেস এবং ৩১ হাজার ৪০ বর্গফুট বেসমেন্ট রয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ ২৬ আগস্ট, ২০২৫ তারিখে তাদের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি ডিএসই-কে পাঠানো এক চিঠিতে জানায় যে প্রকাশিত সংবাদটি বস্তুনিষ্ঠ তথ্য এবং প্রকৃত হিসাবের ভিত্তিতে তৈরি নয়, বরং এটি প্রতিবেদকের ব্যক্তিগত ধারণার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

ব্যাংকটি আরও জানায় যে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই সম্পদ কেনা তাদের আর্থিক শক্তি বাড়াবে এবং এটি ব্যাংক ও এর বিনিয়োগকারীদের জন্য লাভজনক হবে।

এই বিষয়ে বিএসইসি-এর অনুরোধের পরিপ্রেক্ষিতে ডিএসই-এর মাধ্যমে ব্যাংকটির কাছে তথ্য চাওয়া হয়েছিল। এর জবাবে, ডাচ-বাংলা ব্যাংক গত ১৪ সেপ্টেম্বর সব প্রাসঙ্গিক কাগজপত্র জমা দিয়েছে। জমা দেওয়া নথিতে লেনদেনের যৌক্তিকতা, দাম, অনুমোদন প্রক্রিয়া, আর্থিক প্রভাব এবং ভবনের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আরও এক ইউনিটের ফল প্রকাশ করেছে জাবি

আরও এক ইউনিটের ফল প্রকাশ করেছে জাবি

নিজস্ব প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান হলো কলা ও মানবিক অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান)... বিস্তারিত