ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে কোনো ফাঁক ছিল না: এ্যানি

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৮:২৫:৪৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে কোনো ফাঁক ছিল না: এ্যানি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমান প্রজন্ম একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায় এবং নতুনভাবে এই বাংলাদেশ গড়তে আগ্রহী। রাজনৈতিক ও দেশ গড়ার ক্ষেত্রে তারা নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে চায়।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়া ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন।

তিনি বলেন, "আমরা জেনারেশনের বাইরে কোনো চিন্তা করি না। ওরা আন্দোলন চেয়েছে, আমরাও আন্দোলন চেয়েছি। কিন্তু সম্মুখে তারা ছিল। তারা শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে আমাদের মতো। আন্দোলন করতে গিয়ে কোনো ছাত্র সংগঠন তাদের রাস্তায় নামায়নি, নিজেদের থেকে অভিভাবকের হাত ধরে তারা রাস্তায় নেমেছে। সর্বশেষ হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করার পরও তারা পিছপা হয়নি।"

এ্যানি আরও বলেন, "এই জেনারেশন তারেক জিয়াকে যেভাবে চেনে, হয়তোবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেভাবে চেনে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, কাজ, কর্মতৎপরতা, সেই সময়ে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, জনপ্রিয় রাষ্ট্র প্রধান ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের ইতিহাস যদি শিক্ষার্থীরা পড়াশোনা করেন, দেখেন, আলোচনায় যদি যান, তাহলে জিয়াউর রহমান, তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বের মধ্যে কোনো ফাঁক ছিল না। তাদের নেতৃত্বের মধ্যে দেশের কথা, প্রজন্মের কথা, আমাদের বাংলাদেশের কথা বার বার ফুটে উঠেছে।"

ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, "এই জেনারেশনের সেন্টিমেন্টকে ধারণ করে আপনাদেরকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব দিতে হবে। তাদের মনের কথাগুলোকে ধারণ করে তাদের বক্তব্য-কথাগুলোকে সমীহ করে সেই সম্মানের জায়গা থেকে আপনি ছাত্র সংগঠন করেন। বর্তমানে ছাত্রদল যে পর্যায়ে আছে আমি মনে করি, এই ছাত্রদল, ছাত্র নেতৃত্ব অথবা আপনাদের নেতাগিরি অনেক ঊর্ধ্বে যাবে। ভবিষ্যতে যারা কলেজের ছাত্র তাদের থেকেই ছাত্র নেতৃত্ব আসবে।"

দত্তপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়াসহ অন্যান্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত