ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

মার্ভেলের সিনেমা থেকে কেন বাদ পড়লেন হ্যারি পটার?

২০২৫ সেপ্টেম্বর ২১ ০১:৪০:৫৮

মার্ভেলের সিনেমা থেকে কেন বাদ পড়লেন হ্যারি পটার?

বিনোদন ডেস্ক: বিশ্বজুড়ে 'হ্যারি পটার' চরিত্র দিয়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র‍্যাডক্লিফের ভক্তদের জন্য একটি খারাপ খবর এসেছে। মার্ভেলের একটি আসন্ন সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে, যেখানে তার সত্তর দশকের একটি ক্লাইম্বিং ড্রামা সিনেমায় অভিনয় করার কথা ছিল। তার স্থলাভিষিক্ত হয়েছেন মার্ভেলের পরিচিত অন্য এক অভিনেতা।

সোমবার (২০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ফেব্রুয়ারি ২০২৪ সালে ড্যানিয়েল র‍্যাডক্লিফ এবং এথান হককে 'ব্যাটসো' নামের এই সিনেমার দুই প্রধান চরিত্রে কাস্ট করা হয়েছিল। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হতে যাওয়া এই ছবিতে এখন 'দ্য হোয়াইট লোটাস' সিজন ৩-এর ওয়ালটন গগিনস এবং 'থান্ডারবোল্টস' ছবির লুইস পুলম্যান অভিনয় করবেন বলে নিশ্চিত হয়েছে।

২০১৯ সালে জেসিকা বাইলকে ব্যাটসোর সঙ্গী ও ইয়োসেমাইট ক্লাইম্বিং কমিউনিটির সদস্য বেরিল নাথ হিসেবে কাস্ট করা হয়েছিল এবং তিনি এখনও এই প্রজেক্টের সাথে যুক্ত আছেন।

বিগত কয়েক বছরে ড্যানিয়েল র‍্যাডক্লিফের মার্ভেল চরিত্রে অভিনয়ের গুজব ছড়িয়েছিল, বিশেষ করে হিউ জ্যাকম্যানের 'উলভারিন' চরিত্রের জন্য তাকে ভাবা হচ্ছে বলে জানা যায়। তবে তিনি সবসময়ই এই বিষয়টি অস্বীকার করেছেন। এছাড়াও, কয়েক বছর আগে তিনি নিজের শিল্পজগতের ওপর একটি চলচ্চিত্র লিখতে চেয়েছিলেন, সেটিরও কোনো আপডেট নেই। এই ঘটনা র‍্যাডক্লিফের মার্ভেল ইউনিভার্সে প্রবেশের সম্ভাবনাকে আপাতত স্থগিত করলো।

এসপি

ট্যাগ: marvel Harry Potter

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত