ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

মারা গেলেন এবাদতের বাবা 

২০২৫ সেপ্টেম্বর ১৯ ১২:০৯:৫৩

মারা গেলেন এবাদতের বাবা 

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের পেসার এবাদত হোসেনের পরিবারে শোকের ছায়া নেমেছে। তার বাবা নিজাম উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

জানা গেছে, অসুস্থ বোধ করলে নিজাম উদ্দিন চৌধুরীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন।

এবাদতের পরিবারের গ্রাম মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। তার বাবা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে কাজ করতেন। এবাদত হোসেনের শোকাহত পরিবার ও সমর্থকরা তাকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যরা এবং প্রিয়জনরা গভীর শোকের মধ্যে রয়েছেন। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও এবাদত হোসেনের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত