ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

একযোগে ২৫৬ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি

ইনজামামুল হক পার্থ

রিপোর্টার

২০২৫ সেপ্টেম্বর ১৯ ০৯:১১:৫১

একযোগে ২৫৬ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি

ইনজামামুল হক পার্থ:আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সারা দেশে একযোগে শুরু হচ্ছে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই পরীক্ষা, যেখানে লাখো প্রার্থী অংশ নিচ্ছেন। আট বিভাগীয় শহরের মোট ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে এই পরীক্ষা আয়োজন করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

বিপিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। আসন বিন্যাস, সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইট, টেলিটক পোর্টাল এবং পরীক্ষার্থীদের মোবাইলে পাঠানো মেসেজে জানানো হয়েছে।

প্রবেশপত্রে থাকা তথ্য ও ছবির সঙ্গে উপস্থিতির তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে। কোনো গরমিল ধরা পড়লে প্রার্থিতা বাতিল হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষায় প্রশ্নপত্র ও উত্তরপত্র থাকবে চার সেটে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে। পুরো দুই ঘণ্টা পরীক্ষা কক্ষ থেকে কেউ বের হতে পারবেন না।

পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ব্যাগ, গহনা, বই-পুস্তক কিংবা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। প্রবেশের সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। এসব নিয়ম ভাঙলে প্রার্থিতা বাতিলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কমিশন জানিয়েছে, পরীক্ষায় অনিয়ম বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধার ঘোষণা দিয়েছে কমিশন। দৃষ্টিপ্রতিবন্ধীরা পাবেন শ্রুতিলেখক এবং প্রতি ঘণ্টায় ১০ মিনিট অতিরিক্ত সময়। অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা প্রতি ঘণ্টায় ৫ মিনিট বাড়তি সময় পাবেন। প্রবেশপত্র ছাড়া হলে প্রবেশের সুযোগ নেই, তবে হারিয়ে গেলে কমিশনের ওয়েবসাইট থেকে নতুন করে ডাউনলোড করা যাবে।

ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের জন্য আলাদা আসন বিন্যাস ও প্রশ্নপত্র ছাপানো হয়েছে। তবে ভার্সন পরিবর্তনের কোনো সুযোগ নেই।

এ ছাড়া ঢাকার সেনানিবাস এলাকায় অবস্থিত তিনটি কেন্দ্রে প্রবেশের জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো—ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ও মুসলিম মডার্ন একাডেমি। সেনানিবাস এলাকায় নিরাপত্তার কারণে এসব কেন্দ্রে নির্দিষ্ট গেট ব্যবহার করে প্রবেশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যান্টনমেন্ট গার্লস স্কুল ও রমিজ উদ্দিন কলেজের পরীক্ষার্থীরা এমইএস গেইট অথবা ইসিবি সংলগ্ন পকেট গেট দিয়ে প্রবেশ করবেন। মুসলিম মডার্ন একাডেমির পরীক্ষার্থীরা প্রবেশ করবেন কচুক্ষেতের এমইএস কনভেনশন হলের পাশের গেট দিয়ে।

দেশের অন্যতম প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় লাখো মেধাবী তরুণ-তরুণী সরকারি চাকরিতে প্রবেশের স্বপ্ন নিয়ে অংশ নিচ্ছেন। প্রিলিমিনারি শেষে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, এবার পরীক্ষায় প্রতিযোগিতা হবে আরও কঠিন, কারণ আগের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত