ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

সুপার ফোর নিশ্চিতে যে সমীকরণে আটকে আছে টাইগাররা

২০২৫ সেপ্টেম্বর ১৮ ০৮:১৩:১০

সুপার ফোর নিশ্চিতে যে সমীকরণে আটকে আছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে ‘বি’ গ্রুপ এখন রীতিমতো অঙ্কের খেলায় পরিণত হয়েছে। বাংলাদেশের জয় নিশ্চিত হলেও, সুপার ফোরে জায়গা পাওয়া নির্ভর করছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর। লিটন দাসের নেতৃত্বে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ জিতে টাইগাররা আশা বাঁচিয়ে রেখেছে। তবে গ্রুপের শেষ ম্যাচ শেষে কোন দুই দল পরের রাউন্ডে যাবে, তার চূড়ান্ত সমীকরণ এখনও ঝুলে আছে।

তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। কিন্তু বড় সমস্যা নেট রান রেট। হংকংয়ের বিপক্ষে অল্প ব্যবধানে জয় আর শ্রীলঙ্কার কাছে বড় হারের কারণে বাংলাদেশের নেট রানরেট নেমে এসেছে -০.২৭০-এ। এ অবস্থায় টাইগাররা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা লঙ্কানদের সংগ্রহ ৪ পয়েন্ট, নেট রানরেট +১.৫৪৬। অন্যদিকে আফগানিস্তান ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে, তবে তাদের নেট রানরেট +২.১৫০, যা বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে।

বাংলাদেশের টিকে থাকার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার জয়। কারণ আফগানরা জিতলেই বাংলাদেশের বিদায় নিশ্চিত। এমনকি অল্প ব্যবধানে হলেও আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে, তবে রান রেটের লড়াইয়ে বাংলাদেশ থাকবে পিছিয়ে। অন্যদিকে, শ্রীলঙ্কা বড় ব্যবধানে হারলে তারাও বিপাকে পড়বে।

সুপার ফোরের সমীকরণও এখন স্পষ্ট—

বাংলাদেশের জন্য: শ্রীলঙ্কাকে অবশ্যই জিততে হবে। তবে যদি লঙ্কানরা হারে, হার হতে হবে অন্তত ৭১ রানে কিংবা ৫৩ বল হাতে রেখে। সে ক্ষেত্রে বাংলাদেশ ও আফগানিস্তান যাবে সুপার ফোরে।

শ্রীলঙ্কার জন্য: ৭১ রানের বেশি বা ৫৩ বল হাতে রেখে হারলেই কেবল বিপদ। অন্যথায় তারা আফগানদের সঙ্গে পরের রাউন্ডে উঠবে।

আফগানিস্তানের জন্য: একটাই পথ—জয়। তারা জিতলেই তিন দলের পয়েন্ট সমান হবে, কিন্তু নেট রানরেটের কারণে বাদ পড়বে বাংলাদেশ।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত