ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
৮ হাজার ৩৩৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সম্প্রতি ১৩টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দিয়েছে, যার জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ০৯ লাখ টাকা ব্যয় হবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশন চত্বরে অনুষ্ঠিত একনেক সভায় প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নতুন অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সাতটি নতুন, পাঁচটি সংশোধিত এবং ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বৃদ্ধির একটি প্রকল্প রয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই প্রকল্পগুলোর মধ্যে একটি হলো ‘তথ্য আপা: তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন (২য় পর্যায়, ৩য় সংশোধিত)’। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রকল্পের মাধ্যমে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের গবেষণাগারের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে ২০০০ হর্স পাওয়ার রিগ ক্রয়, চারটি মূল্যায়ন ও উন্নয়ন কূপ এবং একটি অনুসন্ধান কূপ খনন, পাশাপাশি নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন।
বাণিজ্য মন্ত্রণালয় এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (EC4J) প্রকল্পের তৃতীয় সংশোধন অনুমোদন পেয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের তৃতীয় পর্যায় অনুমোদন করেছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল এবং প্রস্তাবিত যমুনা স্পেশালাইজড জুট অ্যান্ড টেক্সটাইল মিল। স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুমোদিত প্রকল্পের মধ্যে খুলনা পানি সরবরাহ প্রকল্পের দ্বিতীয় ধাপ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদমরসুল এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন, এবং মিয়ানমার থেকে আগত বাস্তুচ্যুতদের ও হোস্ট কমিউনিটির জন্য ইন্টিগ্রেটেড সার্ভিস অ্যান্ড লাইভহুড প্রকল্প অন্তর্ভুক্ত। এছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের প্রথম পর্যায় এবং ঢাকার মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণও অনুমোদিত হয়েছে।
এই প্রকল্পগুলোর বাস্তবায়নের মাধ্যমে দেশের বিভিন্ন সেক্টরে অবকাঠামো, বিদ্যুৎ, শিক্ষা ও সমাজকল্যাণ ক্ষেত্রের উন্নয়ন ত্বরান্বিত হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর