ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৫:০২:১০

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষকরা বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে সাত কলেজের স্বাতন্ত্র্য ও শিক্ষার গুণগত মান রক্ষার দাবি জানিয়েছেন।

সাত কলেজ স্বাতন্ত্র রক্ষা কমিটির আহ্বায়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যাপক মাহফিল আরা বেগম লিখিত বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে কলেজগুলোকে আলাদা করার পর নতুন বিশ্ববিদ্যালয় গঠনের খবর হঠাৎ প্রকাশিত হওয়ায় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি বলেন, পরিকল্পনা বাস্তবায়িত হলে জাতীয় শিক্ষা নীতি ২০১০-এর মূল উদ্দেশ্যের পরিপন্থী হবে। নীতি অনুযায়ী কলেজগুলোর অবকাঠামো, ল্যাব, গ্রন্থাগার ও উচ্চশিক্ষা সম্প্রসারণের ব্যবস্থা থাকা উচিত। কিন্তু উল্টোভাবে সাত কলেজকে সংকুচিত করার চেষ্টা হচ্ছে।

মানববন্ধনে শিক্ষকরা উল্লেখ করেন, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজসহ সাতটি ঐতিহ্যবাহী কলেজ বহু দশক ধরে শিক্ষার্থীদের স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষা প্রদান করছে। এসব কলেজ সংকুচিত হলে সাধারণ শিক্ষার্থীর উচ্চশিক্ষায় প্রবেশাধিকার কমবে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি মারাত্মক প্রভাব ফেলবে।

শিক্ষকরা আরও বলেন, ইডেন ও বদরুন্নেসার মতো কলেজ রক্ষণশীল পরিবারের মেয়েদের জন্য শিক্ষার ভরসাস্থল। এ ধরনের পরিবর্তন হলে নারীর ক্ষমতায়ন, সংবিধানের মৌলিক অধিকার এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি ৪.৩ ও ৪.৪) লঙ্ঘিত হবে।

তারা সতর্ক করেছেন, অধ্যাদেশ প্রণয়নের আগে অংশীজনদের মতামত ও স্বচ্ছতা নিশ্চিত না করা হলে বড় ধরনের শিক্ষার্থী আন্দোলনের ঝুঁকি তৈরি হবে। রংপুরের কারমাইকেল কলেজের উদাহরণ তুলে ধরে শিক্ষকরা জানান, সেখানে আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় রূপান্তর বাস্তবায়ন হয়নি এবং পরবর্তীতে আলাদাভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

শিক্ষকরা প্রস্তাব করেছেন, সাত কলেজের বিদ্যমান অবকাঠামো ও মানবসম্পদ ব্যবহার করে কলেজিয়েট বা অধিভুক্ত কাঠামোর আওতায় পরিচালনা করা হোক। শিক্ষক নিয়োগ, গবেষণা বাজেট, ল্যাব ও লাইব্রেরি সুবিধা, আবাসন সংকট ও বৃত্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে সাত কলেজের শিক্ষক, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের নেতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত