ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
রাজনৈতিক দল নিষিদ্ধ হলে ভোটের অস্তিত্বই থাকবে না: সালাহউদ্দিন
.jpg)
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রস্তাব দিলে নির্বাচন কাদের ওপর ভিত্তি করে হবে তা প্রশ্নের মধ্যে আসে। মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসর হিসেবে যদি কোনো দলকে নিষিদ্ধ করতে হয়, তাহলে ২৮টি দলকেই নিষিদ্ধ করতে হবে। এরপর নির্বাচন কাদের ওপর ভিত্তি করে হবে? যারা রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবি করছে, তারা যদি পরে নির্বাচন না করার কথা বলেন, তাহলে দেশের নির্বাচন পরিস্থিতি কী হবে?”
তিনি আরও বলেন, এই দাবির পেছনে উদ্দেশ্য ভিন্ন হতে পারে। “নিজেদের সুবিধার জন্য হয়তো আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করা হতে পারে।” সালাহউদ্দিন আহমেদ আওয়ামী লীগের বিষয়টি আলাদা হিসেবে উল্লেখ করে বলেন, তারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী এবং রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসে যুক্ত। তিনি বলেন, এই ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও অন্যান্য দোসরদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
সালাহউদ্দিন সতর্ক করে বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে। এই শূন্যতাকে সুযোগ হিসেবে পতিত ফ্যাসিবাদ ও আঞ্চলিক বা বৈশ্বিক শক্তি নাশক কার্যক্রমে জড়িয়ে পড়তে পারে।
তিনি আরও উল্লেখ করেন, “জাতীয় নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করা না গেলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে।” এছাড়া তিনি জানান, আদালতে মামলা দায়ের হয়েছে এবং আরও হবে। আওয়ামী লীগের গণহত্যা ও মানবতাবিরোধী কার্যক্রমের বিচার রাজনৈতিক দল হিসেবে দাবি করা হয়েছিল, এবং এখন সেই বিচার প্রক্রিয়া আদালতের মাধ্যমে নির্ধারিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত