ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
শিক্ষার্থীদের জন্য আসছে অগ্নি নিরাপত্তা পাঠ্যক্রম

নিজস্ব প্রতিবেদক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, ফায়ার সার্ভিসে নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করা হয়েছে। শতভাগ স্বচ্ছ ও দক্ষ জনবল নিয়োগের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে স্কুল পর্যায়ে পাঠ্যবইয়ে ফায়ার সার্ভিস বিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী (১৫ ও ১৬ সেপ্টেম্বর) অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক এসব কথা বলেন। গত সোমবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, দুর্যোগ বা দুর্ঘটনার সময় সবার আগে ফায়ার সার্ভিসের সদস্য ও সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান। তাই এই দুই পেশার মধ্যে সমন্বয় হলে পেশাগত উৎকর্ষ বাড়বে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে পঞ্চম থেকে নবম শ্রেণির পাঠ্যবইয়ে ফায়ার সার্ভিস বিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জনবল সংকটের মধ্যেও সদস্যদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
বর্তমানে সারাদেশে প্রায় ৫৫ হাজার স্বেচ্ছাসেবী কাজ করছেন উল্লেখ করে মহাপরিচালক বলেন, সব জেলায় পর্যায়ক্রমে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যৌক্তিক সমালোচনা প্রতিষ্ঠানকে আরও ভালো হতে সাহায্য করে, তবে অপেশাদার লেখনি অনেক সময় বিভ্রান্তি ছড়ায়। তিনি উন্নত হতে এবং মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান বলে জানান।
ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিশেষ প্রস্তুতির বিষয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, পূর্বাচলে একটি বিশেষ টিমকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে উদ্ধার কার্যক্রম ব্যাহত না হয়।
অনুষ্ঠানে ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করলে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি কমবে। তিনি ফায়ার সার্ভিসকে প্রশিক্ষণ আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।
দুই দিনের প্রশিক্ষণে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ কৌশল, জরুরি উদ্ধার পদ্ধতি, আহতদের প্রাথমিক চিকিৎসা, জরুরি বহির্গমন ব্যবস্থাপনা, ভূমিকম্পে করণীয়, অগ্নি নির্বাপণ সরঞ্জাম পরিচিতি এবং নিরাপদ সংবাদ সংগ্রহের কৌশল শেখানো হয়। প্রশিক্ষণে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ডিআরইউ নেতারা বক্তব্য রাখেন। এতে ডিআরইউয়ের ৪০ জন সদস্য অংশ নেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি