ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

তিন পরিবর্তন নিয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

২০২৫ সেপ্টেম্বর ১৬ ২০:৪১:০২

তিন পরিবর্তন নিয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতা এবং বোলারদের নিষ্প্রভ পারফরম্যান্সের পর দল পরিচালকরা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

আজ (১৬ সেপ্টেম্বর, ২০২৫) অনুষ্ঠিতব্য এই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে বাংলাদেশ, জিতলে টিকে থাকবে সুপার ফোর-এর স্বপ্ন।

বিশেষ করে ওপেনিং জুটির ধারাবাহিক ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা চলছিল। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওপেনারের শূন্য রানে বিদায় দলকে চরম বিপর্যয়ে ফেলেছিল। ফলস্বরূপ, ওপেনার পারভেজ হোসেন ইমনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন সাইফ হাসান। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংয়েও পারদর্শী সাইফ দলের ভারসাম্য বাড়াবেন বলে আশা করা হচ্ছে।

বোলিং বিভাগেও এসেছে দুটি পরিবর্তন। বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে বাদ দিয়ে দলে ফিরিয়ে আনা হয়েছে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকে। অন্যদিকে, তানজিম হাসান সাকিবকে বসিয়ে ব্যাটিং লাইনআপ শক্তিশালী করতে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

আফগানিস্তানের একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ অটল, ইবরাহিম জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, আজহমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), নুর আহমাদ, এএম গজনফার, ফজলহক ফারুকি।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত